সর্বশেষ

ওমানে চুরি করার অভিযোগে তিন প্রবাসী গ্রেপ্তার

Massive raids in bengali dominated areas in oman

মাস্কাটের মতরাহ এলাকায় গাড়ি এবং একাধিক বাড়িতে চুরির ঘটনায় তিন জনকে গ্রেপ্তার করেছে রয়্যাল ওমান পুলিশ।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে একটি গাড়ি চুরি, কয়েকটি আবাসিক ভবন থেকে শীতাতপ নিয়ন্ত্রণ যন্ত্র (এসি) এবং বিভিন্ন ইলেকট্রনিক সামগ্রী চুরির অভিযোগ রয়েছে। ঘটনাগুলো মাস্কাট গভর্নরেটের অন্তর্গত মতরাহ প্রদেশে সংঘটিত হয়।

পুলিশের তদন্তে অভিযুক্তদের সংশ্লিষ্টতা নিশ্চিত হওয়ার পর তাদের আটক করা হয়। বর্তমানে তাদের বিরুদ্ধে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।

রয়্যাল ওমান পুলিশ নাগরিকদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে এবং সন্দেহজনক কোনো কিছু চোখে পড়লে দ্রুত পুলিশের সঙ্গে যোগাযোগ করার অনুরোধ জানিয়েছে।

বসতবাড়িতে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করতে এবং ব্যক্তিগত মালামালের সুরক্ষা নিশ্চিত করতে আরওপি পুনরায় সতর্কতা জারি করেছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup