মাসকাট থেকে পাওয়া একটি সংবাদ বিবৃতিতে জানানো হয়েছে, ওমানের দক্ষিণ শারকিয়াহ গভর্নরের সুর (Wilayat of Sur) এলাকায় ১৮ জন এশীয় নারী নাগরিককে শ্রম আইন এবং বিদেশিদের আবাসন আইন লঙ্ঘনের দায়ে গ্রেফতার করেছে স্থানীয় পুলিশ।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য প্রাথমিক তদন্ত এবং প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার কাজ চলছে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এই ঘটনা সম্পর্কে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে এবং ভবিষ্যতে আইন লঙ্ঘন রোধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে।
ওমানে বিদেশি কর্মী ও প্রবাসীদের জন্য শ্রম আইন ও আবাসন আইন কঠোরভাবে প্রযোজ্য। এই আইন লঙ্ঘন করলে যথাযথ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হয়। ওমান সরকার এসব আইন মেনে চলতে সকলকে উৎসাহিত করছে, যাতে শ্রমবাজার নিয়ন্ত্রিত ও সুষ্ঠু থাকে এবং বিদেশি নাগরিকদের অধিকার রক্ষা পায়।
আরও
অপরাধ প্রতিরোধ এবং আইন প্রয়োগের মাধ্যমে দেশটির শ্রম বাজার ও আবাসন সেক্টরের স্বচ্ছতা ও শৃঙ্খলা বজায় রাখা হচ্ছে। ওমানের বিভিন্ন বিভাগ নিয়মিত অভিযান চালিয়ে অবৈধ কাজ ও বসবাস রোধে কাজ করে যাচ্ছে। স্থানীয় জনগণও এই ধরনের কার্যক্রমে পুলিশের সহায়তা করে আইন শৃঙ্খলা বজায় রাখতে সচেষ্ট।










