সর্বশেষ

ওমানে গাড়ি চালকদের জন্য কঠোর হুঁশিয়ারি

Oman issues stern warning to drivers

ওমানের সরকারি আইন বিভাগ সড়কে বেপরোয়া গাড়ি চালানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছে। তারা বলেছে, অনুমতি ছাড়া প্রকাশ্য সড়কে স্টান্ট ড্রাইভিং করা ফৌজদারি অপরাধ হিসেবে বিবেচিত হবে।

এক অনলাইন বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ওমানের ট্রাফিক আইনের ৪৯/৫ ও ৫৪ ধারায় এই অপরাধের জন্য সর্বোচ্চ তিন মাসের জেল বা ৫০০ রিয়াল জরিমানা, অথবা উভয় দণ্ড হতে পারে।

এছাড়া অপরাধীর ড্রাইভিং লাইসেন্স ও গাড়ির মুলকিয়া (অপারেটিং লাইসেন্স) বাতিল করারও সুযোগ রয়েছে।

আইন বিভাগ বিশেষভাবে প্রবাসী বাংলাদেশি ড্রাইভারদের প্রতি সতর্ক থাকার আহ্বান জানিয়েছে যাতে তারা নিরাপদে গাড়ি চালান এবং সড়ক নিরাপত্তা বজায় রাখেন।

সড়কে নিজের ও অন্যদের জীবন ঝুঁকিতে না ফেলার জন্য সবাইকে সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup