মহাকাশ গবেষণায় নতুন অধ্যায়ের সূচনা করেছে ওমান। মধ্যপ্রাচ্যের প্রথম মহাকাশযান উৎক্ষেপণ কেন্দ্র “Etlaq” এর মাধ্যমে ওমান গড়ে তুলছে একটি আন্তর্জাতিক মহাকাশ অ্যাক্সেস হাব। এই উদ্যোগ বিশ্বজুড়ে মহাকাশ প্রযুক্তি বিনিয়োগকারীদের দৃষ্টি আকর্ষণ করছে। ওমান নিউজ এজেন্সির বরাতে জানা যায়, ভূ-রাজনৈতিক ও ভৌগোলিক অবস্থানের কারণে ওমান মহাকাশযান উৎক্ষেপণের জন্য একটি আদর্শ স্থান। দেশটি বিষুবরেখার কাছাকাছি হওয়ায় পৃথিবীর ঘূর্ণনের সুবিধা কাজে লাগিয়ে জ্বালানি খরচ কমিয়ে মহাকাশযান উৎক্ষেপণ আরও কার্যকরভাবে সম্ভব হবে।
বিশ্বের অন্যতম সমুদ্র, ভারত মহাসাগরের তীরবর্তী ওমানের উপকূলীয় উৎক্ষেপণ কেন্দ্র জনবসতি থেকে নিরাপদ দূরত্বে অবস্থিত। এই অনন্য বৈশিষ্ট্য ওমানকে করে তুলেছে আন্তর্জাতিক মহাকাশ সংস্থাগুলোর আকর্ষণের কেন্দ্রবিন্দু। ন্যাশনাল অ্যারোস্পেস সার্ভিসেস কোম্পানি (NASCOM) ও ‘Etlaq’ স্পেসপোর্টের প্রতিষ্ঠাতা এবং সিইও সাইয়্যেদ আজান কাইস আল সাইদ জানিয়েছেন, “দুকুম-১” নামে উৎক্ষেপণ কেন্দ্রের মাধ্যমে ওমান প্রথমবারের মতো মধ্যপ্রাচ্যে মহাকাশযান উৎক্ষেপণের পথিকৃৎ হিসেবে আবির্ভূত হয়েছে।
১৮-ডিগ্রি অক্ষাংশে অবস্থিত এই উৎক্ষেপণ কেন্দ্রটি একাধিক কক্ষপথ— যেমন নিরক্ষীয়, সূর্য-সমকালীন, মেরু, মাঝারি পৃথিবী ও ভূ-স্থির কক্ষপথ—এর জন্য উৎক্ষেপণ সক্ষমতা রাখে। এই বৈচিত্র্য Etlaq-কে করে তুলছে বিশ্বমানের স্পেসপোর্ট।
আপস-
সাইয়্যেদ আজান আরও জানান, Etlaq প্রকল্পের মাস্টারপ্ল্যান অনুযায়ী ২০২৭ সালের মধ্যে এটি পুরোপুরি বাস্তবায়িত হবে। তবে এরই মধ্যে ২০২৪ সাল থেকে মাত্র ১৪ সপ্তাহের মধ্যে পরীক্ষামূলক উৎক্ষেপণের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। প্রকল্পের সম্প্রসারণ পর্যায়ে দ্বিতীয় লঞ্চ প্যাড এবং একটি স্পেসক্রাফট অ্যাসেম্বলি ফ্যাসিলিটিও অন্তর্ভুক্ত করা হচ্ছে।
আরও
Etlaq শুধু একটি উৎক্ষেপণ কেন্দ্র নয়, এটি একযোগে ওমানি বিশেষজ্ঞ তৈরির একটি প্ল্যাটফর্ম। প্রকল্পটি মহাকাশ প্রযুক্তিতে ওমানি কর্মীবাহিনীর দক্ষতা বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। জাতীয় মহাকাশ কর্মসূচির প্রধান ও পরিবহন, যোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয়ের নীতি ও শাসন বিভাগের মহাপরিচালক ড. সৌদ হামিদ আল শুকাইলি বলেন, “এই মহাকাশ প্রকল্পের অন্যতম লক্ষ্য হচ্ছে ওমানি যুবকদের মহাকাশ প্রকৌশলে পারদর্শী করে গড়ে তোলা, যাতে ওমান বিশ্বব্যাপী মহাকাশ প্রযুক্তি ও বিনিয়োগে নেতৃত্ব দিতে পারে।” এছাড়াও Etlaq প্রকল্প ওমানের ভিশন ২০৪০ বাস্তবায়নে প্রযুক্তিগত উদ্ভাবন, বৈশ্বিক অংশীদারিত্ব এবং অর্থনৈতিক বহুমুখীকরণে ওমান নিজেকে একটি শক্তিশালী মহাকাশ দেশ হিসেবে প্রতিষ্ঠা করতে চায়।










