সর্বশেষ

সুখবর, আজ থেকে ওমানে ৩ দিনের ছুটি পাচ্ছে কর্মীরা

Oman

হিজরি নববর্ষ এবং হিজরতের বার্ষিকী উপলক্ষে আগামী ২৯ জুন রবিবার সরকারি ছুটি ঘোষণা করেছে ওমান সরকার। এ ছুটি সরকারি ও বেসরকারি— খাতের সব কর্মীর জন্য প্রযোজ্য হবে।

দেশটির শ্রম মন্ত্রণালয়ের পক্ষ থেকে জারি করা এক ঘোষণায় বলা হয়েছে, ছুটির দিনে কোনো প্রতিষ্ঠান যদি তাদের প্রকৃত প্রয়োজন বিবেচনায় কর্মীদের দায়িত্বে রাখে, তাহলে পারস্পরিক সমঝোতার ভিত্তিতে কাজ করানো যেতে পারে। এক্ষেত্রে কর্মীদের পরবর্তীতে যথাযথ ছুটির সুবিধা বা ভাতা প্রদান করতে হবে।

হিজরি নববর্ষ উপলক্ষে উপসাগরীয় দেশগুলোতে মহররমের প্রথম দিন ছুটি হিসেবে পালিত হয়। তবে এবার সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলে যাওয়ায় টানা তিন দিন ছুটি পাচ্ছে ওমানের কর্মীরা। কারণ রোববার হিজরি নববর্ষ উপলক্ষ্যে ছুটি, এবং এর আগের দুই দিন শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি হিসেবে অফিস কার্যক্রম বন্ধ থাকবে।

হিজরি বর্ষ ইসলামি বর্ষ হিসেবে পরিচিত। নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৬২২ খ্রিস্টাব্দে মক্কা থেকে মদিনায় হিজরত করেন। সে বছর থেকে হিজরি বর্ষ গণনা করা হয়। খলিফা হজরত উমর (রা.) হিজরি বর্ষ প্রবর্তন করেন। যা চান্দ্র মাস হিসেবে গণনা করা হয়। এর সূচনা হয় মহররম মাস থেকে এবং শেষ হয় জিলহজ মাস দিয়ে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup