সর্বশেষ

প্রবাসী কর্মীদের সতর্ক করলো রয়্যাল ওমান পুলিশ

প্রবাসী কর্মীদের সতর্ক করলো রয়্যাল ওমান পুলিশ

সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে ছড়িয়ে থাকা আকর্ষণীয় চাকরির বিজ্ঞাপন সম্পর্কে কর্মীদের জন্য নতুন করে সতর্কবার্তা জারি করেছে রয়্যাল ওমান পুলিশ (আরওপি)। প্রায়শই দেখা যায়, উচ্চ বেতন এবং লোভনীয় সুযোগ সুবিধার মিথ্যা প্রলোভন দেখিয়ে এসব বিজ্ঞাপন তৈরি করা হয়, যা আদতে একটি সুসংগঠিত প্রতারণা চক্রের পাতা ফাঁদ।

রয়্যাল ওমান পুলিশের অনুসন্ধান ও অপরাধ তদন্ত বিভাগ সম্প্রতি এক অনুসন্ধানে দেখেছে, এই জালিয়াত চক্র অত্যন্ত সুকৌশলে তাদের প্রতারণার জাল বিস্তার করে রেখেছে। তাদের মূল লক্ষ্য হলো, আকর্ষণীয় চাকরির টোপ ফেলে অসচেতন ব্যক্তিদের ব্যক্তিগত ও ব্যাংকিং তথ্য হাতিয়ে নিয়ে সর্বস্বান্ত করা। ভুক্তভোগীদের ব্যাংক অ্যাকাউন্ট থেকে অর্থ সরিয়ে নেওয়াই এই চক্রের প্রধান উদ্দেশ্য।

এই বিষয়ে কর্মীদের উদ্দেশ্যে সতর্কীকরণ বিজ্ঞপ্তি দিয়ে ওমান পুলিশ জানিয়েছে, সোশ্যাল মিডিয়ায় প্রচারিত সন্দেহজনক বা অস্বাভাবিক চাকরির বিজ্ঞাপন দেখলেই তা অবিলম্বে এড়িয়ে যাওয়া উচিত। কোনো অবস্থাতেই প্রতারকদের পাঠানো ওয়েবসাইটে বা লিঙ্কে ক্লিক করা থেকে বিরত থাকতে হবে।

পাশাপাশি, সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে নিজস্ব ব্যক্তিগত সংবেদনশীল তথ্য, যেমন – ব্যাংকিং সংক্রান্ত ডেটা কিংবা অন্যান্য আর্থিক তথ্য প্রকাশ করা থেকেও সম্পূর্ণরূপে নিজেদের রক্ষা করতে হবে।

পুলিশের তদন্তে উঠে এসেছে, এই অভিনব ডিজিটাল প্রতারণার সবচেয়ে সহজ শিকার হচ্ছেন প্রবাসী তরুণ কর্মীরা। না বুঝেই কিংবা তাড়াহুড়ো করে বিজ্ঞাপনের সত্যতা যাচাই না করেই অনেক প্রবাসী অজান্তে প্রতারকদের পাতা ফাঁদে পা দিচ্ছেন।

অতীতেও রয়্যাল ওমান পুলিশ এসএমএস এবং বিভিন্ন অনলাইন বিজ্ঞাপনে প্রলুব্ধ না হওয়ার জন্য কর্মীদের সচেতনতামূলক পরামর্শ দিয়েছে।

কিন্তু তা সত্ত্বেও, কিছু অসচেতন কর্মী চাকরির মিথ্যা খবর পেয়ে উত্স ও সত্যতা যাচাই না করেই তাদের ব্যক্তিগত তথ্য প্রদান করছেন, যা অত্যন্ত উদ্বেগজনক। এমনকি অনেকে আর্থিক লেনদেন করে গুরুতর ক্ষতির শিকারও হয়েছেন।

এই পরিস্থিতিতে, পুলিশ সাধারণ নাগরিকদের কাছে পুনরায় অনুরোধ জানিয়েছে, যদি কোনো সন্দেহজনক বিজ্ঞাপন অথবা প্রতারক চক্রের সন্ধান পাওয়া যায়, তবে অবিলম্বে নিকটস্থ পুলিশ কর্তৃপক্ষকে বিষয়টি সম্পর্কে অবহিত করতে হবে।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup