সর্বশেষ

ওমানি রিয়ালের দাম বাড়ায় সর্বোচ্চ রেট পাচ্ছেন প্রবাসীরা

ওমানি মুদ্রার আজকের রেট (২০ অক্টোবর)

নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে ওমান থেকে মুদ্রা বিনিময়ে এখন সর্বোচ্চ রেট পাচ্ছেন প্রবাসী বাংলাদেশিরা। বৃহস্পতিবার দেশটিতে লেনদেনে এক ওমানি রিয়ালের বিপরীতে ৩১৮ টাকা পর্যন্ত দাম পাওয়া গেছে। সরকার প্রদত্ত প্রণোদনাসহ মিলেছে প্রায় ৩২৬ টাকা। যা গত পাঁচ বছরের মধ্যে সর্বোচ্চ।

শুধু বাংলাদেশিরাই নন, ওমানে থাকা অন্যান্য দেশের প্রবাসীরাও মুদ্রা রূপান্তরে বিগত কয়েকবছরের মধ্যে সর্বোচ্চ মূল্য পাচ্ছেন। বৃহস্পতিবার এক ওমানি রিয়াল খরচে ভারতীয়রা পেয়েছেন ২২৬ রুপি আর পাকিস্তানিরা তাদের দেশীয় মুদ্রায় ৭২৬ রুপি পেয়েছেন। একই সময়ে ওমানি এক রিয়াল ১৫০ ফিলিপিনো পেসোতে বিনিময় হয়েছে।

গত কয়েকমাস ধরেই ডলারের বিপরীতে ভারতীয় রুপির মান ক্রমেই দুর্বল হচ্ছে। মুদ্রার প্রকৃত মূল্য কমায় বাংলাদেশ এবং পাকিস্তানেরও একই দশা। ফলে লেনদেনের চড়া দামের খবর প্রবাসীদের জন্য সুখকর হলেও সামগ্রিকভাবে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির জন্য এটা বড় মাথাব্যথার কারণ।

বিষয়টিকে চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে শুল্কযুদ্ধ এবং ডোনাল্ড ট্রাম্পের নতুন কিছু সিদ্ধান্তের পরিণতি হিসেবে দেখছেন অর্থনীতিবিদরা।

আরও দেখুন:

https://www.youtube.com/watch?v=LAh8VLyU52w

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup