কুয়েতে এক ভুয়া পুলিশ সদস্যের প্রতারণা চেষ্টাকে কৌশলে ব্যর্থ করে দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশংসিত হচ্ছেন এক ফিলিপিনো প্রবাসী। সম্প্রতি ঘটে যাওয়া এ ঘটনার একটি ভিডিও অনলাইনে ছড়িয়ে পড়লে তা দ্রুতই ভাইরাল হয় এবং সচেতনতার উদাহরণ হিসেবে ব্যাপক আলোচনার জন্ম দেয়।
ভিডিওতে দেখা যায়, এক ব্যক্তি ভিডিও কলে নিজেকে কুয়েতের পুলিশ কর্মকর্তা পরিচয় দিয়ে ওই প্রবাসীর সঙ্গে যোগাযোগ করেন এবং ইংরেজিতে কথা বলে তার সিভিল আইডি দেখতে চান। পরিস্থিতির অস্বাভাবিকতা বুঝতে পেরে প্রবাসীটি আতঙ্কিত না হয়ে অত্যন্ত ঠাণ্ডা মাথায় প্রতারককে বিভ্রান্ত করার কৌশল নেন। তিনি দাবি করেন, তিনি কুয়েতে সদ্য এসেছেন এবং এখনো কোনো সিভিল আইডি পাননি।
প্রতারককে আরও বিভ্রান্ত করতে ওই প্রবাসী জানান, তিনি ইংরেজি বোঝেন না এবং শুধু নিজের আঞ্চলিক ভাষাতেই কথা বলতে পারেন। এরপর তিনি ফিলিপাইনের ইলোঙ্গো ভাষায় অনর্গল কথা বলতে শুরু করেন। এই অচেনা ভাষা শুনে ভুয়া পুলিশ সদস্য পুরোপুরি কিংকর্তব্যবিমূঢ় হয়ে পড়েন এবং কথোপকথনের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
আরও
দীর্ঘ সময় চেষ্টা করেও প্রতারণার ফাঁদ পাততে ব্যর্থ হয়ে একপর্যায়ে ওই ব্যক্তি ক্ষুব্ধ হয়ে গালিগালাজ করতে করতে কলটি কেটে দেন। পুরো ঘটনাটি প্রবাসীটি ভিডিও রেকর্ড করে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং নেটিজেনদের প্রশংসা কুড়ায়।
অনেকেই মন্তব্য করেছেন, এ ঘটনা প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ শিক্ষা। অচেনা কল, বিশেষ করে আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয়ে আসা অনুরোধের ক্ষেত্রে সতর্ক থাকা এবং কোনো ব্যক্তিগত তথ্য না দেওয়ার বিষয়টি নতুন করে সামনে এসেছে।











