সর্বশেষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশিদের নিয়ে চল‌তি মাসের গণশুনানি অনুষ্ঠিত

Public hearing held on Bangladeshi expatriates in Kuwait this month

কুয়েতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা সরাসরি শোনা এবং তা সমাধানে কার্যকর পদক্ষেপ গ্রহণের লক্ষ্যে চলতি মাসের গণশুনানি অনুষ্ঠিত হয়েছে। গণশুনানিতে কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন উপস্থিত থেকে প্রবাসীদের অভিযোগ, মতামত ও প্রস্তাব মনোযোগসহকারে শোনেন।

রোববার (১১ জানুয়ারি) বাংলাদেশ দূতাবাস কুয়েত এক বিজ্ঞপ্তিতে জানায়, প্রবাসী বাংলাদেশিদের সেবার মান উন্নয়ন, শ্রম কল্যাণ, পাসপোর্ট ও কনস্যুলার সেবায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যেই নিয়মিতভাবে মাসিক গণশুনানির আয়োজন করা হয়। এই উদ্যোগের মাধ্যমে দূতাবাসের কার্যক্রমকে আরও জনবান্ধব করার চেষ্টা করা হচ্ছে।

এরই ধারাবাহিকতায় জানুয়ারি ২০২৬ মাসের গণশুনানি ১১ জানুয়ারি কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের হলরুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে রাষ্ট্রদূতের পাশাপাশি দূতাবাসের ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন এবং প্রবাসীদের বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি মতবিনিময় করেন।

গণশুনানিতে অংশগ্রহণকারী প্রবাসীরা শ্রমসংক্রান্ত জটিলতা, পাসপোর্ট নবায়ন, কনস্যুলার সেবা, আইনগত সহায়তা এবং অন্যান্য দৈনন্দিন সমস্যার কথা তুলে ধরেন। রাষ্ট্রদূত সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত ও আন্তরিকতার সঙ্গে এসব বিষয় সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

দূতাবাস সূত্র জানায়, প্রবাসীদের সঙ্গে এ ধরনের সরাসরি যোগাযোগ সেবার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। ভবিষ্যতেও প্রবাসীদের সমস্যা সমাধানে দূতাবাস এ ধরনের গণশুনানি অব্যাহত রাখবে বলে জানানো হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup