সর্বশেষ

প্রবাসীদের আকামা ফি মওকুফ নয়, শুধু স্বাস্থ্য বিমার ফি ছাড়!

Kuwait Akama copy

প্রবাসীদের আকামা (রেসিডেন্সি) ফি মওকুফ করা হয়েছে—এমন দাবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লেও বিষয়টি সম্পূর্ণ ভুল ও ভিত্তিহীন বলে জানিয়েছে কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কর্তৃপক্ষ স্পষ্ট করেছে, রেসিডেন্সি সংক্রান্ত প্রচলিত আইনে কোনো পরিবর্তন আনা হয়নি এবং আগের নিয়মেই আকামা ফি আদায় করা হচ্ছে।

মন্ত্রণালয়ের এক ব্যাখ্যায় জানানো হয়, অনলাইনে ছড়িয়ে পড়া একটি অডিও ক্লিপের মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে। তবে বাস্তবে আকামা ফি সংক্রান্ত কোনো নতুন সিদ্ধান্ত বা সরকারি ঘোষণা জারি হয়নি। ফলে প্রবাসীদের ক্ষেত্রে ফি মওকুফের দাবির কোনো সত্যতা নেই।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরও জানায়, বর্তমানে কেবল একটি নির্দিষ্ট ছাড় কার্যকর রয়েছে—তা হলো স্বাস্থ্য বীমা ফি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, কুয়েতি পরিবারগুলোর পৃষ্ঠপোষকতায় থাকা প্রথম তিনজন গৃহকর্মীর ক্ষেত্রে স্বাস্থ্য বীমা ফি মওকুফ করা হয়েছে। এই ছাড় আকামা ফি বা অন্য কোনো রেসিডেন্সি ফিতে প্রযোজ্য নয়।

কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যমে ভুয়া বা যাচাইহীন তথ্য প্রচারের ঝুঁকি সম্পর্কে সতর্ক করে দিয়েছে। এ ধরনের গুজব প্রবাসীদের মধ্যে অযথা বিভ্রান্তি ও ভুল সিদ্ধান্তের কারণ হতে পারে বলেও উল্লেখ করা হয়েছে।

এ প্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে দায়িত্বশীল থাকার আহ্বান জানিয়ে বলেছে, যেকোনো তথ্য শেয়ার বা গ্রহণের আগে অবশ্যই সরকারি ও অনুমোদিত সূত্র যাচাই করতে হবে। রেসিডেন্সি বা অভিবাসন সংক্রান্ত বিষয়ে কেবলমাত্র সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক ঘোষণার ওপরই নির্ভর করার অনুরোধ জানিয়েছে মন্ত্রণালয়।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup