কুয়েতের শ্রমবাজার নিয়ন্ত্রণে দেশটির পাবলিক অথরিটি ফর ম্যানপাওয়ার (পাম) জালিব আল-শুয়াইখ এলাকায় একটি ব্যাপক পরিদর্শন অভিযান পরিচালনা করেছে। কর্তৃপক্ষের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রকৌশলী রাবাব আল-ওসাইমির নেতৃত্বে এই অভিযান চালানো হয়। এর মূল উদ্দেশ্য হলো শ্রমবাজারের ওপর নজরদারি জোরদার করা এবং আইনগত পরিবেশ সুরক্ষিত রাখা।
অভিযানকালে বিভিন্ন প্রতিষ্ঠান আইনকানুন যথাযথভাবে মেনে চলছে কিনা, তা খতিয়ে দেখা হয়। পাশাপাশি শ্রমিক ও ব্যবসায়ী উভয়ের অধিকার রক্ষায় শ্রম চুক্তি, কর্মক্ষেত্রের পরিবেশ এবং কর্মসংস্থান সংক্রান্ত বিধিমালা যাচাই করা হয়।
প্রকৌশলী রাবাব আল-ওসাইমি জোর দিয়ে বলেন, একটি নিরাপদ, সুসংগঠিত ও ন্যায্য কর্মপরিবেশ নিশ্চিত করতে এই ধরনের পরিদর্শন অভিযান নিয়মিত চলবে। তার মতে, এই প্রচেষ্টা দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে সহায়তার পাশাপাশি ব্যবসায়িক সকল পক্ষের মধ্যে একটি ভারসাম্যপূর্ণ ও টেকসই সম্পর্ক গড়ে তুলতে ভূমিকা রাখবে।











