সর্বশেষ

সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২৮ হাজার প্রবাসীকে ফেরত পাঠালো কুয়েত

Kuwait deports 28,000 expatriates arrested in 2018 raid

কুয়েতে অপরাধ দমন ও নিরাপত্তা জোরদারে আইনশৃঙ্খলা বাহিনীর নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। চলতি বছরে এসব অভিযানে বিভিন্ন দেশের মোট ২৮ হাজার ৯৮৪ জন প্রবাসীকে গ্রেপ্তার করে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে বলে জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

স্থানীয় সংবাদমাধ্যম আরব টাইমস জানিয়েছে, ফেরত পাঠানো অধিকাংশ প্রবাসীর ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে তাদের কালো তালিকাভুক্ত করা হয়েছে। এর ফলে তারা ভবিষ্যতে নতুন ভিসায় আর কুয়েতে প্রবেশ করতে পারবেন না। ফেরত পাঠানোদের মধ্যে নারী ও পুরুষ উভয়ই রয়েছেন।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, আটক ব্যক্তিরা আবাসন ও শ্রম আইন লঙ্ঘন, পলাতক থাকা, মাদক বেচাকেনা, ভিসা ব্যবসা, অবৈধ ব্যবসায়িক কার্যক্রম এবং অনৈতিক কাজে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার হন।

দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, প্রবাসী সমাজে শৃঙ্খলা ফিরিয়ে আনতে ও অপরাধ নিয়ন্ত্রণে এই অভিযান চলমান থাকবে।

গ্রেপ্তার হওয়া প্রবাসীদের মধ্যে বাংলাদেশ, ভারত, ফিলিপাইন ও মিসরসহ একাধিক দেশের নাগরিক রয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup