সর্বশেষ

২১ বছরের প্রবাসী জীবন শেষে প্রবাসীর নিথর দেহ ফিরেছে গ্রামের বাড়িতে

After 21 years of living abroad, the frozen body of an expatriate returns to his village home

২১ বছরের দীর্ঘ প্রবাস জীবন শেষে নিথর দেহে দেশে ফিরলেন নড়াইলের লোহাগড়া উপজেলার ইলিয়াছ মিয়া (৫৪)। জীবিকার সন্ধানে কুয়েত পাড়ি জমানো এই প্রবাসী স্বপ্ন দেখেছিলেন দেশে ফিরে পরিবারের সঙ্গে সময় কাটানোর। কিন্তু সেই স্বপ্ন ভেস্তে গিয়ে লাশ হয়ে ফিরতে হলো তাকে।

রবিবার (২১ সেপ্টেম্বর) ভোরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় তার মরদেহ। সকাল ৮টার দিকে লোহাগড়ার নলদী ইউনিয়নের সুজাপুর গ্রামে পৌঁছালে স্বজন ও প্রতিবেশীদের কান্নায় ভারি হয়ে ওঠে পুরো এলাকা। শেষবারের মতো প্রবাসীকে দেখতে ভিড় জমায় গ্রামবাসী। দুপুরে সুজাপুর ঈদগাহ মাঠে জানাজা শেষে তাকে গ্রামের কবরস্থানে দাফন করা হয়।

পরিবার সূত্রে জানা যায়, ২০০৪ সালে জীবিকার প্রয়োজনে কুয়েত যান ইলিয়াছ মিয়া। এই মাসের শেষ দিকে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছিলেন তিনি। গত ১০ সেপ্টেম্বর কুয়েতে বাংলাদেশ দূতাবাস থেকে একটি কার্ড সংগ্রহ শেষে ফেরার পথে সড়ক পারাপারের সময় দ্রুতগামী গাড়ির ধাক্কায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

ইলিয়াছ মিয়ার ভগ্নিপতি খান মেজবাহ উদ্দিন জানান, “দীর্ঘ প্রবাস জীবন শেষে দেশে ফেরার প্রতীক্ষায় ছিলেন তিনি। কিন্তু ফিরলেন লাশ হয়ে, যা আমাদের জন্য ভীষণ বেদনাদায়ক।”

প্রবাসী জীবনের স্বপ্নে ভর করে যাত্রা শুরু করা ইলিয়াছ মিয়ার হঠাৎ মৃত্যুতে তার পরিবার ও এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup