কুয়েতের একটি ফৌজদারি আদালত গৃহকর্মী হত্যা মামলায় অভিযুক্ত এক সৌদি নারীকে হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে। অভিযোগ অনুযায়ী, সাবাহ আল নাসের এলাকায় নিজের বাড়িতে লাঠি দিয়ে গৃহকর্মীকে পিটিয়ে হত্যা করার ঘটনায় তিনি অভিযুক্ত হয়েছেন।
আদালত সম্প্রতি তার জামিন আবেদন নাকচ করে জানিয়েছে, মামলাটি অত্যন্ত গুরুতর প্রকৃতির। তদন্ত শেষ না হওয়া এবং সমস্ত প্রমাণ আদালতে উপস্থাপন না হওয়া পর্যন্ত অভিযুক্তকে হেফাজতে রাখা হবে।
একই দিনে কুয়েতের কোর্ট অব ক্যাসেশন বিদেশে থাকা এক সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীর বিরুদ্ধে ভুয়া খবর ছড়ানোর অভিযোগ খারিজ করে তাকে খালাস দিয়েছে। এ ঘটনায় আদালত তার বিরুদ্ধে দায়ের করা অভিযোগটি গ্রহণযোগ্য বলে মনে করেনি।
আরও
সামাজিক মাধ্যমে মন্ত্রণালয়ের উচ্চপদে নিয়োগ সংক্রান্ত সমালোচনা করায় অভিযুক্ত এক সাবেক সংসদীয় প্রার্থীও খালাস পেয়েছেন। আদালত উল্লেখ করেছে, এই ধরনের সামাজিক সমালোচনা স্বাধীনভাবে করা যায় এবং তা অপরাধ হিসেবে গণ্য হবে না।
কুয়েতের বিচারব্যবস্থা এই দুটি ঘটনায় প্রমাণ এবং আইনের যথাযথ প্রয়োগ নিশ্চিত করার মাধ্যমে ন্যায়পরায়ণতা রক্ষায় জোর দিচ্ছে। একই সঙ্গে, গুরুতর অপরাধের ক্ষেত্রে কঠোর হেফাজত ব্যবস্থার মাধ্যমে তদন্তের স্বচ্ছতা নিশ্চিত করা হচ্ছে।











