সর্বশেষ

কুয়েতে ব্যাপক ধরপাকড়, ৪০০ প্রবাসী গ্রেফতার

Massive crackdown in kuwait, 400 expatriates arrested

কুয়েতে আইনশৃঙ্খলা রক্ষায় এবং অবৈধ কর্মকাণ্ড দমনে ব্যাপক চিরুনি অভিযান চালাচ্ছে দেশটির নিরাপত্তা বাহিনী। সম্প্রতি পৃথক অভিযানে প্রায় ৪০০ প্রবাসীকে গ্রেফতার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম।

আরব টাইমসের প্রতিবেদন অনুযায়ী, ৩০ আগস্ট থেকে ৫ সেপ্টেম্বর পর্যন্ত শুধুমাত্র ট্রাফিক আইন লঙ্ঘনের অভিযোগে ৩১ হাজারেরও বেশি মামলা হয়েছে। এ সময় অন্তত ১২৬ জন প্রবাসীকে আটক করা হয়।

এছাড়া ভিসা আইন ও শ্রম আইন লঙ্ঘনের অভিযোগে গত সপ্তাহে আরও ২৬৯ জন প্রবাসীকে গ্রেফতার করেছে নিরাপত্তা বাহিনী। এর মধ্যে শ্রম আইন লঙ্ঘনকারী ছিলেন ২০২ জন এবং মেয়াদোত্তীর্ণ আবাসিক পারমিটধারী ২৯ জন। পাশাপাশি পলাতক, ওয়ান্টেড আসামি এবং ভিক্ষাবৃত্তির সঙ্গে জড়িতদেরও আটক করা হয়েছে।

ফাহাহিল শিল্প এলাকায় পরিচালিত যৌথ ট্রাফিক অভিযানে ৯৩টি যানবাহন জব্দ করা হয়েছে। এছাড়া আবাসিক আইন লঙ্ঘনের কারণে চারজনকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে হস্তান্তর এবং পৌরসভার তত্ত্বাবধানে ১৪টি পরিত্যক্ত গাড়ি সরিয়ে নেওয়া হয়েছে।

কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, আইন ভঙ্গকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেশটির সব প্রদেশে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup