কুয়েতে হত্যা ও মাদক পাচারের অভিযোগে দণ্ডপ্রাপ্ত সাতজনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। এই দণ্ডপ্রাপ্তদের মধ্যে তিনজন কুয়েতি, দুইজন বাংলাদেশি এবং দুইজন ইরানি নাগরিক রয়েছে। কুয়েত কর্তৃপক্ষ বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) এ মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার কথা নিশ্চিত করেছে।
আল-সেয়াসাহ দৈনিকের বরাত দিয়ে আরব টাইমস জানায়, ফাঁসিতে ঝুলানোদের মধ্যে কুয়েতি নাগরিক আবদুল আজিজ আল-জাতারি ও আহমেদ আল-জালাল হত্যার দায়ে দণ্ডপ্রাপ্ত ছিলেন। এছাড়াও দুই ইরানি নাগরিককে মাদক পাচারের অপরাধে মৃত্যুদণ্ড দেওয়া হয়।
প্রতিবেদনে বলা হয়েছে, একটি মামলায় আত্মীয়দের পক্ষ থেকে প্রায় ২ মিলিয়ন কুয়েতি দিনার ‘ব্লাড মানি’ হিসেবে দেওয়ার চেষ্টা করা হলেও সময়মতো পরিশোধ সম্ভব হয়নি। ফলে সাজাপ্রাপ্ত আসামির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
আরও
মৃত্যুদণ্ড কার্যকর করার আগে সমস্ত আইনানুগ রিভিউ ও আপিল প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে। তবে, এক আসামির দণ্ড স্থগিত করা হয়েছে ভিকটিম পরিবারের ক্ষমার কারণে। নতুন আইনি প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত তার মৃত্যুদণ্ড কার্যকর হবে না। কুয়েতি কর্তৃপক্ষ ওই আসামির নাম বা পরিচয় প্রকাশ করেনি।
এই ঘটনার মাধ্যমে কুয়েতে আইনের প্রতি কঠোর অবস্থান প্রদর্শিত হয়েছে, বিশেষ করে হত্যাকাণ্ড ও মাদক পাচারের মতো গুরুতর অপরাধে।











