সর্বশেষ

কুয়েতে প্রবাসী বাংলাদেশির ঝুলন্ত মরদেহ উদ্ধার

Hanging body of bangladeshi expatriate recovered in kuwait

কুয়েতে মোহাম্মদ তাজরুল মোল্লা (৩৮) নামের এক প্রবাসী বাংলাদেশি গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টার দিকে মাহবুলা এলাকার একটি কোম্পানির অফিসের সিঁড়ি থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনী দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

নিহত তাজরুল মোল্লার বাড়ি নড়াইলের লোহাগড়া উপজেলায়। কুয়েতস্থ বাংলাদেশ দূতাবাস ঘটনার তথ্য নিশ্চিত করেছে। জানা গেছে, তিনি প্রায় চার বছর আগে কুয়েতের ইউনাইটেড ফ্যাসিলিটিজ ম্যানেজমেন্ট কোম্পানিতে ক্লিনার হিসেবে কাজ শুরু করেছিলেন। দেশে ঋণ করে প্রবাসে যাওয়া তাজরুল কাজের চাপ ও মানসিক চাপের মুখোমুখি ছিলেন।

সহকর্মী ফারুক ইসলাম জানান, তাজরুলের আত্মহত্যার সঠিক কারণ জানা যায়নি এবং কেন তিনি এমন সিদ্ধান্ত নিলেন তা রহস্যময়। তবে তিনি বলেন, কোম্পানি তাকে জোর করে নাইট ডিউটি দিতে চেয়েছিল, কিন্তু অসুস্থতার কারণে তা করতে পারেননি।

ফলে কোম্পানি তাকে তিন মাসের জন্য কাজ থেকে বিরত রাখে এবং দেশে পাঠানোর কথা জানায়। ধারণা করা হচ্ছে, এই ঘটনার কারণে তাজরুল মানসিকভাবে অতিরিক্ত চাপের মধ্যে পড়ে আত্মহত্যা করেছেন।

আরও দেখুন;

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup