মধ্যপ্রাচ্যের অন্যতম ধনী দেশ কুয়েত। দীর্ঘদিন ধরে দেশটিতে ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসা ইস্যুতে কঠোর নীতি অনুসরণ করা হলেও সম্প্রতি সেই প্রক্রিয়া সহজ করেছে কুয়েত সরকার। এর ফলে প্রবাসীরা পরিবারের সদস্যদের কুয়েতে আনার ক্ষেত্রে পাচ্ছেন বড় ধরনের স্বস্তি।
নতুন নিয়মে প্রবাসীরা সহজেই ফ্যামিলি বা ট্যুরিস্ট ভিসার আবেদন করতে পারবেন। এতে বিদেশে থাকা অনেক পরিবার আবারও এক হওয়ার সুযোগ পাচ্ছে। পাশাপাশি কুয়েত সরকার এই পদক্ষেপের মাধ্যমে দেশটিকে পর্যটক ও বিনিয়োগবান্ধব রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে চায়।
তবে শর্ত হিসেবে জানানো হয়েছে, ফ্যামিলি ও ট্যুরিস্ট ভিসায় আসা কেউ কাজ করতে পারবেন না কিংবা এই ভিসাকে কাজের ভিসায় রূপান্তর করা যাবে না। সৌদি আরব, কাতার, সংযুক্ত আরব আমিরাতসহ জিসিসি ভুক্ত ছয় দেশে বৈধভাবে কর্মরত বিভিন্ন পেশাজীবীরাও এই সুবিধার আওতায় পড়বেন।
আরও
অনলাইনে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করার পর ৩ কুয়েতি দিনার ফি প্রদানের মাধ্যমে এক মাস মেয়াদী ট্যুরিস্ট ভিসা পাওয়া যাবে। সহজ এ ব্যবস্থার ফলে এখন শুধু ব্যবসায়িক কারণে নয়, বরং পরিবার, বন্ধু ও আত্মীয়-স্বজনদের সঙ্গে দেখা করার পথও উন্মুক্ত হয়েছে প্রবাসীদের জন্য।
কুয়েত সরকারের এই উদ্যোগ একদিকে দেশের অর্থনীতিকে গতিশীল করবে, অন্যদিকে প্রবাসীদের জন্য খুলে দিচ্ছে স্বস্তির নতুন দুয়ার।











