দুবাইয়ে প্রায় দেড় মাস ধরে নিখোঁজ থাকা একটি পোষা বিড়ালের সন্ধানে ৩ হাজার দিরহাম পুরস্কার ঘোষণা করেছেন দুই প্রবাসী শিক্ষক। গত ২৯ নভেম্বর দুবাইয়ের একটি আবাসিক অ্যাপার্টমেন্টের ব্যালকনি থেকে আরব্য মাউ প্রজাতির দেড় বছর বয়সী বিড়ালটি হারিয়ে যায়। বিড়ালটির মালিক পিটার হপকিন্স এবং তার সহকর্মী হেইলি রেনল্ডস দীর্ঘদিন ধরে প্রাণীটিকে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছেন।
হেইলি রেনল্ডস জানান, শীতকালীন ছুটিতে পিটার দেশের বাইরে থাকাকালে তিনি বিড়ালটির দেখাশোনার দায়িত্বে ছিলেন। অসাবধানতাবশত ব্যালকনির দরজা খোলা থাকায় বিড়ালটি নিচে পড়ে যায় অথবা লাফ দিয়ে বেরিয়ে যায় বলে ধারণা করা হচ্ছে। এ ঘটনায় তিনি নিজেকে দায়ী করে গভীর অনুশোচনা প্রকাশ করেন এবং বলেন, গত ৪৫ দিন ধরে নিয়মিতভাবে আশপাশের এলাকায় খোঁজ চালিয়ে যাচ্ছেন।
পিটার হপকিন্স দুবাইয়ে ফেরার পর থেকেই নিখোঁজ বিড়ালটির সন্ধানে সক্রিয়ভাবে যুক্ত হয়েছেন। তিনি জানান, বিজনেস বে এলাকা থেকে মাত্র আট সপ্তাহ বয়সে উদ্ধার করা লান্দো নামের এই বিড়ালটি দীর্ঘ ১৮ মাস ধরে তার নিত্যসঙ্গী ছিল। সাদা রঙের গায়ে কমলা-বাদামী ছোপযুক্ত এই বিড়ালটির লেজের শেষ প্রান্তে সামান্য বাঁক রয়েছে, যা স্পর্শ করলে বোঝা যায়।
আরও
এছাড়া বিড়ালটির শরীরে একটি মাইক্রোচিপ সংযুক্ত রয়েছে, যার শেষ চারটি সংখ্যা ০০০৪। নিখোঁজের পর থেকে ডিএলআরসি এলাকায় বিভিন্ন ভাষায় পোস্টার টাঙানো হয়েছে এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানো হচ্ছে। শুরুতে কম পুরস্কার ঘোষণা করা হলেও পরে তা বাড়িয়ে ৩ হাজার দিরহাম নির্ধারণ করা হয়।
মালিক পক্ষ থেকে জানানো হয়েছে, লান্দো অত্যন্ত ভীতু স্বভাবের হওয়ায় কেউ তাকে দেখতে পেলে ধাওয়া না করে শান্তভাবে বিষয়টি জানাতে অনুরোধ করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, সম্মিলিত প্রচেষ্টায় দ্রুতই বিড়ালটির সন্ধান পাওয়া যাবে।











