সর্বশেষ

২৫ বাংলাদেশিকে ক্ষমা করেছেন আমিরাতের রাষ্ট্রপতি

Bangladeshi Forgiveness Emir copy

জুলাই–আগস্টে বাংলাদেশে সংঘটিত বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্র-জনতার ওপর নিপীড়ন ও হত্যার প্রতিবাদে সংযুক্ত আরব আমিরাতে মিছিল ও বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে আটক আরও ২৫ জন প্রবাসী বাংলাদেশিকে ক্ষমা করেছেন দেশটির রাষ্ট্রপতি শেখ মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ান। ক্ষমাপ্রাপ্ত বাংলাদেশিদের ইতোমধ্যে দেশে ফেরত পাঠানো হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এই প্রবাসীরা ২০২৪ সালের জুলাই মাসে বাংলাদেশে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন স্থানে বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে গ্রেপ্তার হন। পরবর্তীতে স্থানীয় আদালতে বিচার শেষে তাদের বিভিন্ন মেয়াদে দণ্ড দেওয়া হয়। বাংলাদেশ সরকারের আনুষ্ঠানিক অনুরোধের পরিপ্রেক্ষিতে মানবিক বিবেচনায় তাদের সাধারণ ক্ষমার আওতায় আনা হয়েছে।

সংশ্লিষ্ট কূটনৈতিক সূত্র জানায়, বাংলাদেশের অভ্যন্তরীণ পরিস্থিতি নিয়ে সংহতি প্রকাশ করতে গিয়ে প্রবাসীরা স্থানীয় আইন লঙ্ঘনের অভিযোগে দণ্ডিত হলেও, দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ও মানবিক দৃষ্টিভঙ্গির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাষ্ট্রপতির বিশেষ ক্ষমাবলে সাজা মওকুফের পর দ্রুত তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।

উল্লেখ্য, কোটা সংস্কার আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে সংযুক্ত আরব আমিরাতে বিক্ষোভে অংশ নেওয়ার ঘটনায় দেশটির আদালত মোট ৫৭ জন বাংলাদেশিকে দোষী সাব্যস্ত করেছিলেন। তাদের মধ্যে তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ড, ৫৩ জনকে ১০ বছরের এবং একজনকে ১১ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

প্রবাসী কল্যাণ সংশ্লিষ্টরা মনে করছেন, এই ক্ষমা দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ইতিবাচক দৃষ্টান্ত এবং প্রবাসীদের জন্য একটি গুরুত্বপূর্ণ মানবিক স্বস্তি। একই সঙ্গে তারা বিদেশে অবস্থানরত বাংলাদেশিদের স্থানীয় আইন মেনে চলার বিষয়ে আরও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup