সর্বশেষ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় তিন ভাইসহ চারজন নিহত

Usa rode akdijn

সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে সৃষ্ট এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন শিশুসহ চারজন ভারতীয় প্রবাসীর প্রাণহানি হয়েছে। রোববার ভোররাতে সংঘটিত এ দুর্ঘটনায় নিহতরা সবাই ভারতের কেরালা রাজ্যের বাসিন্দা বলে পারিবারিক সূত্রে জানা গেছে। ঘটনাটি প্রবাসী কমিউনিটিতে গভীর শোকের সৃষ্টি করেছে।

নিহতদের মধ্যে রয়েছেন প্রবাসী আবদুল লতিফের তিন সন্তান—আশাজ (১৪), আম্মার (১২) ও আইয়াশ (৫)। একই দুর্ঘটনায় পরিবারের গৃহকর্মী বুশরাও মারা যান। দুর্ঘটনার সময় তারা সবাই একই গাড়িতে যাত্রা করছিলেন বলে নিশ্চিত করা হয়েছে।

স্বজনদের বরাতে জানা যায়, লিওয়া ফেস্টিভাল শেষে বাড়ি ফেরার পথে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনার কবলে পড়ে। এতে আবদুল লতিফ, তার স্ত্রী রুকসানা এবং তাদের আরও দুই সন্তান এজ্জা (১০) ও আজ্জাম (৭) গুরুতর আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে নেওয়া হয়, যেখানে চিকিৎসাধীন অবস্থায় এক শিশুর অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, দুর্ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে তদন্ত শুরু হয়েছে। একই সঙ্গে আহতদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানানো হয়েছে।

এ ঘটনায় আবুধাবিতে বসবাসরত ভারতীয় প্রবাসী সমাজে শোকের আবহ বিরাজ করছে। বিভিন্ন প্রবাসী সংগঠন নিহতদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে শোকাহত স্বজনদের পাশে থাকার আশ্বাস দিয়েছে এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup