আবুধাবির জনপ্রিয় বিগ টিকেট লটারিতে প্রায় ৮৩ লাখ টাকা জিতেছেন সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত এক বাংলাদেশি প্রবাসী। বিজয়ী মোহাম্মদ কবির হোসাইন (৪২) গত দুই দশক ধরে আবু ধাবিতে কর্ম ও ব্যবসার সঙ্গে জড়িত। লটারির অর্থ দিয়ে তিনি নতুন একটি রেস্তোরাঁ চালুর পরিকল্পনা করছেন বলে জানান।
খালিজ টাইমসের প্রতিবেদনে বলা হয়, আবু ধাবির মুসাফাহ এলাকায় বর্তমানে একটি রেস্তোরাঁ পরিচালনা করছেন কবির। প্রায় দেড় বছর আগে তিনি নিয়মিতভাবে বিগ টিকেট লটারিতে অংশ নিতে শুরু করেন। অন্য বাংলাদেশি প্রবাসীদের সফলতা তাকে লটারি কেনায় উৎসাহিত করে।
কবির জানান, এবারের ড্র নিয়ে তিনি শুরু থেকেই আত্মবিশ্বাসী ছিলেন। ড্র শুরুর ঠিক আগে তাঁর এক বন্ধু মজা করে বলেছিলেন, ‘তুমিই জিতবে’। কিছুক্ষণের মধ্যেই সেই কথাই সত্যি হয়। নিজের নাম ঘোষিত হতে শুনে তিনি বিস্মিত হলেও অত্যন্ত আনন্দিত হন।
আরও
প্রবাসী জীবনে দীর্ঘ সংগ্রামের কথা উল্লেখ করে কবির বলেন, লটারির এ অর্থ তাঁর ভবিষ্যৎ ব্যবসায়িক পরিকল্পনা বাস্তবায়নে নতুন সম্ভাবনা খুলে দেবে। এর মাধ্যমে তিনি পরিবারসহ স্থিতিশীল ভবিষ্যতের স্বপ্ন দেখছেন।
সংযুক্ত আরব আমিরাতেই স্ত্রী, মেয়ে ও ভাইকে নিয়ে বসবাস করেন কবির। হাসিমুখে তিনি বলেন, “আমার স্ত্রী কিছুটা রেগে ছিলেন, কিন্তু এই পুরস্কার নিশ্চয়ই তাকে খুশি করবে।”











