সর্বশেষ

আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় আহত বাংলাদেশির মৃত্যু

Sylhet expatriate dies in road accident in Abu Dhabi

সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবিতে সড়ক দুর্ঘটনায় রুবেল আহমদ (৩৫) নামে এক বাংলাদেশি প্রবাসীর মৃত্যু হয়েছে। গত শুক্রবার (২৮ নভেম্বর) রাতে মাফরাক বিশেষায়িত হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনার পর সংশ্লিষ্ট ট্রাক জব্দ করেছে পুলিশ এবং পাকিস্তানি জাতীয়তার চালককে আটক করা হয়েছে।

নিহত রুবেল সিলেটের মোগলাবাজারের কলদিয়ার চর এলাকার মনফর আলীর ছেলে। প্রায় পাঁচ বছর ধরে সংযুক্ত আরব আমিরাতে কর্মরত ছিলেন তিনি। দেশে তার স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন রুবেল।

তার কর্মস্থল ‘ক্লিক ডেলিভারি সার্ভিস’-এর ব্যবস্থাপনা পরিচালক আবদুস শহীদ জানান, ১৯ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে মুরুর রোডের আল বাতিন পুরনো বিমানবন্দর এলাকায় ফুড ডেলিভারি দিতে যাওয়ার সময় রুবেলের মোটরসাইকেলকে পেছন দিক থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। একই সঙ্গে আরেকজন মিশরীয় ডেলিভারি রাইডারও দুর্ঘটনায় পড়েন। ধাক্কার তীব্রতায় ঘটনাস্থলেই মিশরীয় রাইডারের মৃত্যু হয়।

রুবেল গুরুতর আহত অবস্থায় দ্রুত হাসপাতালে নেওয়া হলে আইসিইউতে তাকে রাখা হয়। টানা ১০ দিন চিকিৎসাধীন থাকার পর শুক্রবার তিনি মারা যান বলে কোম্পানি সূত্রে নিশ্চিত করা হয়েছে।

কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, রুবেলের মরদেহ বর্তমানে আবুধাবির বানিয়াস সেন্ট্রাল মর্গে রাখা আছে। সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবসের সরকারি ছুটি শেষে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করে তার মরদেহ দেশে পাঠানো হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup