সর্বশেষ

জাতীয় দিবস উপলক্ষ্যে দুবাইয়ে ৩ দিনের ফ্রি পার্কিং

3 day free parking in Dubai on National Day

সংযুক্ত আরব আমিরাতের জাতীয় দিবস ‘ঈদ আল ইত্তিহাদ’ উপলক্ষে দুবাইয়ে তিন দিনের ফ্রি পাবলিক পার্কিং সুবিধা ঘোষণা করেছে দুবাই সড়ক ও পরিবহন কর্তৃপক্ষ (আরটিএ)। আগামী ৩০ নভেম্বর থেকে ২ ডিসেম্বর পর্যন্ত শহরের সকল সাধারণ পার্কিং এলাকা বিনামূল্যে ব্যবহার করতে পারবেন নাগরিক ও প্রবাসীরা। তবে বহুতল পার্কিং স্থাপনা এবং আল খাইল গেটের (এন-৩৬৫) পার্কিং এই সুবিধার আওতায় থাকবে না।

আরটিএ জানিয়েছে, জাতীয় দিবসের ছুটিকে সামনে রেখে শহরের গণপরিবহন ব্যবস্থা আংশিকভাবে সমন্বয় করা হবে। দুবাই মেট্রো ও ট্রামের সময়সূচি বাড়ানো হয়েছে, যাতে যাত্রীরা সহজে শহরের বিভিন্ন স্থানে চলাচল করতে পারেন। পাশাপাশি পাবলিক বাস এবং সামুদ্রিক পরিবহনের সময়সূচিতেও কিছু পরিবর্তন আনা হতে পারে।

গ্রাহকদের জরুরি সেবা নিশ্চিত করতে আরটিএর কিছু গ্রাহক সেবা কেন্দ্র ছুটির মধ্যেও আংশিকভাবে খোলা থাকবে। কর্তৃপক্ষ জানিয়েছে, যেকোনো জরুরি বা তাৎক্ষণিক সেবার ক্ষেত্রে জনসাধারণ এসব কেন্দ্র থেকে সহায়তা পেতে পারবেন।

ছুটি শেষে ৩ ডিসেম্বর, বুধবার থেকে দুবাইয়ে স্বাভাবিক পার্কিং ফি পুনরায় কার্যকর হবে। আরটিএ সবাইকে জাতীয় দিবসের ছুটি উপভোগ করার পাশাপাশি রাস্তা ও পরিবহন ব্যবস্থায় শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup