সর্বশেষ

আমিরাতে গেম খেলে ৫০ লাখ টাকার বেশি পেলেন বাংলাদেশি প্রবাসী

Bangladeshi expatriate wins over Tk 5 million playing games in UAE

সংযুক্ত আরব আমিরাতের জনপ্রিয় বিগ টিকিট ড্র-এর ‘হায়ার অ্যান্ড লোয়ার’ গেমে এক বাংলাদেশি প্রবাসী বড় পুরস্কার জিতে আলোচনায় এসেছেন। আল আইনে বসবাসকারী মোহাম্মদ ইলিয়াস এ গেমে জিতে পেয়েছেন ১ লাখ ৫০ হাজার দিরহাম, যা বাংলাদেশি মুদ্রায় ৫০ লাখ টাকারও বেশি।

গেমটির নিয়ম অনুযায়ী আটটি লুকানো কার্ডের মধ্যে সংখ্যাভিত্তিক অনুমান করতে হয় প্রতিযোগীদের। চারজন অংশগ্রহণকারী প্রত্যেকেই নিশ্চিতভাবে ৫০ হাজার দিরহাম পান। তবে খেলার ধাপ যত অতিক্রম করা যায়, পুরস্কারের পরিমাণ তত বাড়ে। মোহাম্মদ ইলিয়াস প্রথম কার্ডে ‘৮’ নম্বর পেয়ে সুবিধাজনক অবস্থানে আসেন। পরবর্তী কার্ডের নম্বর কম হবে তা নিশ্চিতভাবে অনুমান করে তিনি সহজেই দ্বিতীয় ধাপে পৌঁছান এবং পেয়ে যান ৯০ হাজার দিরহাম।

এরপর ধাপে ধাপে বাকি ছয়টি কার্ডের নম্বরও তিনি সঠিকভাবে অনুমান করতে সক্ষম হন। শেষ পর্যন্ত সর্বোচ্চ পুরস্কার ১ লাখ ৫০ হাজার দিরহাম জিতে পুরো গেমটি সফলভাবে সম্পন্ন করেন ইলিয়াস।

‘হায়ার অ্যান্ড লোয়ার’ গেমে প্রথমে একটি কার্ডের নম্বর দেখানো হয়। এরপর পরবর্তী কার্ডের নম্বর আগেরটির তুলনায় বেশি নাকি কম—তা ঠিকভাবে বলতে পারলেই প্রতিযোগী এগিয়ে যেতে পারেন। ভুল উত্তর দিলে গেম সঙ্গে সঙ্গে শেষ হয়ে যায়।

গালফ নিউজ জানায়, মোহাম্মদ ইলিয়াসের শান্ত, আত্মবিশ্বাসী খেলা এবং ধারাবাহিকভাবে সঠিক অনুমানের মাধ্যমে বড় পুরস্কার জয়ের ঘটনা বাংলাদেশি প্রবাসীদের মধ্যেও ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup