সংযুক্ত আরব আমিরাতের আল আইনে বসবাসরত বাংলাদেশি নরসুন্দর সুমন চন্দ শ্রীকেতোকি চন্দ (৪৩) জিতে নিয়েছেন নতুন বিলাসবহুল নিসান প্যাট্রোল গাড়ি। তিনি ‘বিগ টিকিট সিরিজ ২৮০’-এর লাইভ ড্রতে বিজয়ী হন বলে জানিয়েছে স্থানীয় সংবাদমাধ্যম খালিজ টাইমস।
দীর্ঘ এক দশকেরও বেশি সময় ধরে নিয়মিতভাবে ‘বিগ টিকিট’ কিনে আসছিলেন সুমন। পুরস্কার জয়ের পর আনন্দিত সুমন বলেন, “আমি বহু বছর ধরে চেষ্টা করছিলাম। বিশ্বাস করি, ভাগ্যই এবার আমার পক্ষে ছিল। কখনো আশা হারাইনি—সবসময় ভেবেছি, একদিন না একদিন আমার সময় আসবেই।”
২২ বছর ধরে আল আইনে কাজ করছেন সুমন। সাধারণত সহকর্মীদের সঙ্গে মিলে টিকিট কিনলেও এবার একাই ১৫০ দিরহাম মূল্যের ‘ড্রিম কার’ টিকিটটি কেনেন। তিনি বলেন, “সাধারণত বন্ধুরা মিলে টিকিট কিনি, কিন্তু এবার একাই চেষ্টা করেছিলাম—এবং সফল হয়েছি।” পুরস্কার জয়ের খবর জানিয়ে ফোন পাওয়ার মুহূর্তে তিনি অত্যন্ত উচ্ছ্বসিত ছিলেন বলে জানান, “বিশ্বাসই করতে পারছিলাম না, সত্যিই আমি জিতেছি! এখনো ঠিক করিনি গাড়িটা রাখব, নাকি বিক্রি করব।”
আরও
বিগ টিকিট কর্তৃপক্ষ জানিয়েছে, চলতি নভেম্বর মাসটি বিশেষভাবে উদযাপন করা হচ্ছে ‘রেস অ্যান্ড লাক্সারি ইয়ট এক্সপেরিয়েন্স’ এবং কোটি টাকার নগদ পুরস্কারের মাধ্যমে। ১ থেকে ২১ নভেম্বর পর্যন্ত যারা বিগ টিকিট কিনবেন, তারা স্বয়ংক্রিয়ভাবে অংশ নেবেন একটি বিশেষ ই-ড্রতে। সেখানে ৩০ জন বিজয়ী পাবেন ১০ হাজার দিরহাম নগদ পুরস্কার এবং আবুধাবিতে দুই দিনের রেস ও ইয়ট ভ্রমণের সুযোগ।
এ প্যাকেজে থাকবে পাঁচ তারকা হোটেলে তিন রাত থাকা, ডিসেম্বরের কনসার্ট টিকিট, পরিবহন সুবিধা, এবং বিদেশি বিজয়ীদের জন্য বিমানভাড়াও অন্তর্ভুক্ত। এছাড়া ইয়ট ভ্রমণের সময় প্রতিদিন লাইভ ড্রয়ের মাধ্যমে দেওয়া হবে সর্বোচ্চ ২ লাখ ৫০ হাজার দিরহাম পর্যন্ত নগদ পুরস্কার। ৩০ জন বিজয়ীর নাম ঘোষণা করা হবে ১ ডিসেম্বর, এবং তারা ৩ ডিসেম্বরের মূল ড্রতেও অংশ নেবেন। এদিনের প্রধান পুরস্কার ২ কোটি ৫০ লাখ দিরহাম, সঙ্গে ১০ জনের জন্য ১ লাখ দিরহাম করে সান্ত্বনা পুরস্কার থাকবে।
বিগ টিকিটের ‘ড্রিম কার সিরিজ’-এর আওতায় ৩ ডিসেম্বরের ড্রতে দেওয়া হবে মাসেরাতি গ্রেকালে, আর ৩ জানুয়ারির ড্রতে থাকবে বিএমডব্লিউ ৪৩০আই। টিকিট কেনা যাবে অনলাইনে www.bigticket.ae
ওয়েবসাইটে বা জায়েদ আন্তর্জাতিক বিমানবন্দর ও আল আইন বিমানবন্দরের কাউন্টার থেকে। বর্তমানে অফারে রয়েছে—“২টি টিকিট কিনলে ২টি ফ্রি” সুবিধা।











