সর্বশেষ

এমিরেটস বিমানের অংশ দিয়ে ঘোড়ার আকৃতির শিল্পকর্ম তৈরি

Horse shaped artwork created from emirates plane parts

সংযুক্ত আরব আমিরাতের পতাকাবাহী বিমান সংস্থা এমিরেটস এবার অভিনব এক শিল্পকর্মের প্রদর্শনী করেছে। অবসরে যাওয়া বিমানের অপ্রয়োজনীয় অংশ ব্যবহার করে তৈরি করা হয়েছে ঘোড়ার মাথার প্রতিকৃতি। স্থানীয়ভাবে নকশা ও নির্মিত এ শিল্পকর্ম দেশটির ঐতিহ্যকে প্রতিফলিত করার পাশাপাশি পুরোনো উপাদান দিয়ে নতুন ও সৃজনশীল কিছু করার দৃষ্টান্ত স্থাপন করেছে।

এমিরেটস জানিয়েছে, টেকসই উদ্যোগের অংশ হিসেবে পুনঃব্যবহারযোগ্য উপাদান কাজে লাগিয়ে শিল্পকর্মটি নির্মাণ করা হয়েছে। এর মাধ্যমে পরিবেশবান্ধব কার্যক্রমে তাদের প্রতিশ্রুতি আরও সুদৃঢ় হলো।

এর আগে চলতি বছরের এপ্রিলে এমিরেটস ‘এয়ারক্রাফটেড’ নামে সীমিত সংস্করণের ব্যাকপ্যাক বাজারে আনে। এ জন্য ১৯১টি অবসরে যাওয়া বিমানের প্রায় ৫০ হাজার কেজি উপাদান ব্যবহার করা হয়েছিল। ব্যাগগুলো পরবর্তীতে আফ্রিকার শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়, যাতে তারা শিক্ষা কার্যক্রমে সহায়তা পায়।

দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রাশিদ আল মক্তুম এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি একে ‘সুন্দর পদক্ষেপ’ হিসেবে উল্লেখ করে এমিরেটসের উদ্যোগের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পুনরায় শেয়ার করেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup