সর্বশেষ

আমিরাতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল বাংলাদেশির

Bangladeshi dies in road accident in uae

দুবাইয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন চট্টগ্রামের মিরসরাইয়ের প্রবাসী সাইফুল ইসলাম (৫০)। বৃহস্পতিবার (২৮ আগস্ট) বাংলাদেশ সময় দুপুর ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাইফুল ইসলাম মিরসরাই সদর ইউনিয়নের পূর্ব কিছমত জাফরাবাদ এলাকার মৃত বজলের রহমানের ছেলে। দীর্ঘদিন ধরেই তিনি মধ্যপ্রাচ্যে প্রবাস জীবন কাটাচ্ছিলেন।

সাইফুলের বন্ধু মো. মোরশেদ জানান, প্রায় ৩০ বছর আগে তিনি দুবাই পাড়ি জমান। বর্তমানে সৌদি আরব ও দুবাইয়ের সীমান্তবর্তী এলাকায় বসবাস করতেন। বৃহস্পতিবার গাড়ি চালিয়ে আবুধাবির লেউয়া এলাকায় যাওয়ার পথে নিয়ন্ত্রণ হারিয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

দুর্ঘটনার পর সাইফুলের মরদেহ স্থানীয় একটি হাসপাতালে রাখা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মরদেহ দেশে আনার প্রক্রিয়া চলছে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও এক কন্যা সন্তান রেখে গেছেন।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup