সর্বশেষ

আমিরাতে ১৮ বছরের প্রবাসীর ৯ কোটি টাকার লটারি জয়

18 year old expatriate wins tk 9 crore lottery in uae

দুবাইয়ে অবিশ্বাস্য ভাগ্যের ছোঁয়া পেয়েছেন মাত্র ১৮ বছর বয়সী এক ভারতীয় প্রবাসী ছাত্র। দুবাই ডিউটি-ফ্রি মিলেনিয়াম মিলিয়নিয়ার ড্র-তে জিতে তিনি অর্জন করেছেন ১০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮ কোটি ৭৫ লাখ টাকা।

বিজয়ীর নাম ওয়েইন ন্যাশ ডি সুজা। মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫১০-এর এই সৌভাগ্যবান বিজয়ীর টিকিট নম্বর ছিল ৪৪৬৩। গত ২৬ জুলাই পরিবারের সঙ্গে যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেস যাওয়ার পথে দুবাই বিমানবন্দরের কনকোর্স ‘এ’ থেকে তিনি টিকিটটি কিনেছিলেন।

বর্তমানে যুক্তরাষ্ট্রে উচ্চশিক্ষার জন্য যাচ্ছেন ওয়েইন। তিনি ইউনিভার্সিটি অব ইলিনয় আর্বানা-শ্যাম্পেইনে অ্যারোস্পেস ইঞ্জিনিয়ারিংয়ে পড়াশোনা করবেন। ফোনে প্রতিক্রিয়ায় তিনি জানান, এই অর্থ নিজের ও বোনের পড়াশোনায় ব্যয় করবেন এবং কিছু অর্থ দুবাইয়ে সম্পত্তি কেনা বা বিনিয়োগে ব্যবহার করার পরিকল্পনা রয়েছে।

মূলত ভারতের মুম্বাইয়ের বাসিন্দা ওয়েইন ভ্রমণপ্রেমী। পরিবারসহ বছরে কয়েকবার ভ্রমণে যান তারা। নিয়মিত এই মিলিয়নিয়ার প্রমোশনে অংশ নেন এবং টিকিট কেনেন। ১৯৯৯ সালে ড্র শুরুর পর থেকে ওয়েইন হচ্ছেন ২৫৫তম ভারতীয়, যিনি এক মিলিয়ন ডলারের পুরস্কার জিতলেন।

এছাড়া, আল আইন শহরের ৫৫ বছর বয়সী এমিরাতি মানসুর আল হাশেমি মিলেনিয়াম মিলিয়নিয়ার সিরিজ ৫১১-তে বিজয়ী হয়েছেন। বাহরাইনের পথে ২৭ জুলাই দুবাই বিমানবন্দরের কনকোর্স ‘বি’ থেকে কেনা তার টিকিট নম্বর ছিল ০৫৪৮।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup