সর্বশেষ

সৌদি আরবে ভয়াবহ বন্যা

সৌদি আরবে ভয়াবহ বন্যা

সৌদি আরবে অভূতপূর্ব ভারী বৃষ্টির ফলে ব্যাপক বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে। মক্কা অঞ্চলসহ দেশের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট তলিয়ে গেছে, যানবাহন পানিতে ডুবে গেছে এবং জনজীবন বিঘ্নিত হয়েছে।

সৌদির জাতীয় নিরাপত্তা অপারেশন সেন্টার এবং আবহাওয়া বিভাগ আগেই মক্কা অঞ্চলে ভারী বৃষ্টির সতর্কতা জারি করেছিল। তায়েফ, আরদিয়াত, আদহাম, বনি ইয়াজিদ ও মায়সান এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা সম্পর্কে সতর্ক করা হয়েছিল।

এছাড়া, নাজরান, জিজান, আসির, আল বাহা ও মক্কা অঞ্চলে মাঝারি থেকে ভারী বজ্রঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল।

গ্রীষ্মমন্ডলীয় আর্দ্রতার প্রবাহ এবং আরব উপদ্বীপের দক্ষিণ দিকে গ্রীষ্মমন্ডলীয় বেল্টের স্থানান্তরের কারণে এই ভয়াবহ বন্যা পরিস্থিতি সৃষ্টি হয়েছে।

আরব আবহাওয়া কেন্দ্রের বিশেষজ্ঞরা জিজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনাজুড়ে নতুন করে মেঘের পূর্বাভাস দিয়েছেন এবং জাজান ও আসিরে প্রচণ্ড বজ্রঝড়ের সম্ভাবনা সম্পর্কে সতর্ক করেছেন।

আরব আবহাওয়া কেন্দ্রের সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, সৌদি আরবের দক্ষিণাঞ্চলীয় অঞ্চলগুলোতে, বিশেষ করে জিজান, আসির, আল বাহা, মক্কা ও মদিনায় অতিরিক্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। জিজান ও আসিরে প্রচণ্ড বজ্রঝড়ের আশঙ্কাও প্রকাশ করা হয়েছে। এই পরিস্থিতিতে উপত্যকা ও প্রাচীরগুলোতে বন্যার ঝুঁকি বেড়েছে।

 

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup