সর্বশেষ

মধ্যপ্রাচ্যগামী প্রবাসীদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম

Irregularities in health screening of expatriates heading to the middle east

মধ্যপ্রাচ্যে কর্মরত হতে ইচ্ছুক বাংলাদেশিদের স্বাস্থ্য পরীক্ষায় অনিয়ম ও দুর্নীতির অভিযোগে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানিয়েছেন গালফ হেলথ কাউন্সিল অনুমোদিত মেডিকেল সেন্টারগুলোর মালিকরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তারা এ দাবি জানান।

সংবাদ সম্মেলনে বলা হয়, কিছু অসাধু প্রতিষ্ঠান ভুয়া মেডিকেল রিপোর্ট ও সনদ তৈরি করে বিদেশগামী শ্রমিকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছে, যার ফলে আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে বাংলাদেশিদের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে দেশ থেকে শ্রমিক পাঠানো বন্ধ হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়।

মালিকদের দাবি, বর্তমানে দেশে প্রায় ৯০ শতাংশ মেডিকেল সেন্টার নির্ভরযোগ্যভাবে সেবা প্রদান করছে। তবে অল্প কয়েকটি কেন্দ্রের দুর্নীতির কারণে কর্মীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন এবং তাদের নির্ধারিত ফি’র চেয়ে চারগুণ পর্যন্ত বেশি অর্থ গুনতে হচ্ছে।

এই অনিয়মের কারণে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশের সুনাম ক্ষুণ্ন হচ্ছে বলেও জানান তারা। তারা বলেন, এটি শুধু ব্যক্তিক পর্যায়ে নয়, বরং জাতীয় ভাবমূর্তির ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে।

তাই অবিলম্বে স্বাস্থ্য মন্ত্রণালয় ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়কে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়, যাতে করে অনিয়মকারী প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নিয়ে প্রবাসীদের ভোগান্তি কমানো যায় এবং শ্রমবাজারে বাংলাদেশের অবস্থান সুরক্ষিত রাখা সম্ভব হয়।

আরও দেখুন

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup