সর্বশেষ

স্মরণকালে এমন তাপমাত্রা আগে দেখেনি আমিরাত!

Emirates scorches in record 50 degree temperatures

সংযুক্ত আরব আমিরাতের তাপমাত্রা চলতি মে মাসে ৫১ দশমিক ৬ ডিগ্রি ছুঁয়েছে। যা ২০০৯ সালের পর সর্বোচ্চ। এছাড়া আগামী দিনে তাপমাত্রা ৪৮ থেকে ৫০ ডিগ্রির মধ্যে ওঠানামা করবে বলেও পূর্বাভাসে জানিয়েছে দেশটির ন্যাশনাল মেট্রোলোজি অব মেট্রোলোজি।

গতকাল শনিবার রাজধানী আবুধাবির আল আইনে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৫১ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস। সবশেষ ২০০৯ সালের মে মাসে সর্বোচ্চ তাপমাত্রা ৫০ দশমিক ২ ডিগ্রি দেখেছিল দেশটি।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, সামগ্রিকভাবে আবহাওয়া স্বাভাবিক থাকলেও কোথাও কোথাও আকাশ আংশিক মেঘাছন্ন থাকতে পারে। বিশেষ করে পূর্বাঞ্চলে আকাশ বেশি মেঘাছন্ন থাকবে। পূর্বাভাসে আরও বলা হয়, দিনভর হালকা বাতাস বইতে পারে। তবে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমার কোনো সম্ভাবনা নেই।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup