সর্বশেষ

মক্কায় ভয়াবহ বন্যা: ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট

মক্কায় ভয়াবহ বন্যা: ভারী বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাট

সৌদি আরবের পশ্চিমাঞ্চলে অবস্থিত পবিত্র নগরী মক্কায় ভারী বৃষ্টিপাতের কারণে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। বিশেষ করে মক্কার দক্ষিণ-পূর্বে আল-আওয়ালি এলাকায় সোমবার, ৬ জানুয়ারি, ২০২৫ তারিখে এ পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

বিভিন্ন ভিডিও ফুটেজে দেখা যায়, মক্কার রাস্তাঘাট পানির নিচে তলিয়ে গেছে। অনেক গাড়ি বন্যার পানিতে ডুবে রয়েছে, এবং স্থানীয় লোকজন বন্যার পানির মধ্যে দিয়ে হাঁটতে বাধ্য হচ্ছেন।

সৌদি আরবের ন্যাশনাল মেটিওরোলজিক্যাল সেন্টার (এনএমসি) সতর্ক করেছে যে সারা সপ্তাহ জুড়ে হালকা থেকে মাঝারি মাত্রার ভারী বৃষ্টি, বজ্রপাত এবং ধূলিঝড়ের সম্ভাবনা রয়েছে। এর ফলে মক্কা সহ আশেপাশের এলাকায় আরও দুর্যোগপূর্ণ পরিস্থিতির আশঙ্কা করা হচ্ছে।

বন্যার ফলে স্থানীয় জনজীবনে ব্যাপক প্রভাব পড়েছে। কর্তৃপক্ষ পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার চেষ্টা করছে। স্থানীয় বাসিন্দাদের সতর্ক ও নিরাপদ স্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

এ ধরনের প্রাকৃতিক দুর্যোগে নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয় প্রশাসনের পাশাপাশি সাধারণ জনগণকেও সতর্ক থাকা প্রয়োজন।

 

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup