প্রবাসীদের ভিসা ও রেসিডেন্সি স্থানান্তর প্রক্রিয়াকে সহজ ও দ্রুত করতে নতুন দুটি ইলেকট্রনিক সেবা চালু করেছে দেশটির কুয়েতের স্বরাষ্ট্র মন্ত্রণালয়। কুয়েতের রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনার উদ্ধৃতি দিয়ে গালফ নিউজ জানায়, জেনারেল ডিপার্টমেন্ট অব ইনফরমেশন সিস্টেমস এবং জেনারেল ডিপার্টমেন্ট অব রেসিডেন্সি যৌথভাবে এই সেবাগুলো চালু করেছে। সেগুলো এখন থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে পাওয়া যাবে।
নতুন এই ই-সেবাগুলো মূলত রেসিডেন্সি আইনের অনুচ্ছেদ ১৮-এর আওতাভুক্ত বেসরকারি খাতের কর্মীদের জন্য প্রযোজ্য। এর মাধ্যমে অনুচ্ছেদ ১৮-এর রেসিডেন্সি পারমিট ইস্যু, নবায়ন ও স্থানান্তর প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন করা যাবে, ফলে প্রবাসীদের আর বারবার সংশ্লিষ্ট দপ্তরে যেতে হবে না।
একই সঙ্গে অনুচ্ছেদ ১৪-এর অধীনে শ্রমিক রেসিডেন্সি থেকে অস্থায়ী রেসিডেন্সিতে পরিবর্তনের সুবিধাও যোগ করা হয়েছে। এতে কর্মীরা প্রয়োজনে রেসিডেন্সি স্ট্যাটাস পরিবর্তন করতে পারবেন ঘরে বসেই।
আরও
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন এই ডিজিটাল প্ল্যাটফর্ম প্রশাসনিক জটিলতা কমাতে, আবেদন প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করতে এবং ব্যবহারকারীর অভিজ্ঞতা আরও উন্নত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এটি কুয়েতের ই-গভর্নমেন্ট কার্যক্রমকে আরও শক্তিশালী করবে বলেও আশা করা হচ্ছে।
প্রবাসী শ্রমিকদের সুবিধা বিবেচনায় নিয়ে নেওয়া এই উদ্যোগকে দেশটির ডিজিটাল সেবা সম্প্রসারণের বড় অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে।










