সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী পেশাজীবীদের জন্য সরকারি চাকরির নতুন দিগন্ত উন্মোচিত হচ্ছে। দেশটির কেন্দ্রীয় সরকার এবং দুবাইয়ের বিভিন্ন সরকারি সংস্থায় দক্ষ প্রবাসীদের কাজের সুযোগ বাড়াতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে।
বিশ্লেষকদের মতে, ২০২৬ সালটি প্রবাসীদের জন্য সরকারি খাতে ক্যারিয়ার গড়ার আদর্শ সময় হতে যাচ্ছে। মূলত স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, অবকাঠামো এবং শিক্ষা খাতের সম্প্রসারণের লক্ষে এই নিয়োগ প্রক্রিয়া জোরদার করা হচ্ছে। সাধারণত আমিরাতের সরকারি চাকরিতে স্থানীয় নাগরিকদের অগ্রাধিকার দেওয়া হলেও, বর্তমান প্রশাসনিক সংস্কার ও নতুন সাতটি সংস্থা গঠনের ফলে দক্ষ প্রবাসীদের জন্যও এসব পদ উন্মুক্ত করা হচ্ছে।
ফেডারেল সরকারের তথ্য অনুযায়ী, ২০২৬ সালে প্রায় ৭ হাজার ৮৪২টি শূন্য পদে নিয়োগের পরিকল্পনা রয়েছে। এই লক্ষে সরকার বড় অঙ্কের বাজেটও বরাদ্দ করেছে। দুবাই সরকারের অফিশিয়াল পোর্টাল ‘দুবাই ক্যারিয়ারস’-এ ইতোমধ্যে বিভিন্ন পদের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, যেখানে যেকোনো দেশের নাগরিকরা আবেদন করতে পারবেন। সরকারি চাকরির স্থায়িত্ব, আকর্ষণীয় বেতন ও সুযোগ-সুবিধার কারণে এই ঘোষণা প্রবাসী পেশাজীবীদের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।










