সর্বশেষ

ভারতের হাইকমিশনারকে তলব করলো বাংলাদেশ

195410 pronoy india

ভারতের সাম্প্রতিক কয়েকটি ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মাকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ডেকে পাঠানো হয়েছে। ভারতে বাংলাদেশি কূটনৈতিক স্থাপনা ও ভিসা সেবাকেন্দ্রকে কেন্দ্র করে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলোর বিষয়ে ভারতের দৃষ্টি আকর্ষণ করতেই এ তলব করা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, গত ২০ ডিসেম্বর নয়াদিল্লিতে বাংলাদেশ হাইকমিশন ও রাষ্ট্রদূতের বাসভবনের আশপাশে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হয়। এর কয়েকদিন পর, ২২ ডিসেম্বর শিলিগুড়িতে অবস্থিত বাংলাদেশ ভিসা আবেদন কেন্দ্রে উগ্রপন্থীদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এছাড়া ভারতের বিভিন্ন স্থানে বাংলাদেশের কূটনৈতিক মিশনের সামনে সহিংস বিক্ষোভের ঘটনাও ঘটেছে বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সরকার এসব ঘটনাকে গুরুতর বলে মনে করছে এবং কূটনৈতিক স্থাপনার নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়, কূটনৈতিক স্থাপনা ও কর্মকর্তাদের বিরুদ্ধে যেকোনো ধরনের সহিংসতা আন্তর্জাতিক আইন ও কূটনৈতিক শিষ্টাচারের পরিপন্থী।

বিবৃতিতে ভারত সরকারের প্রতি আহ্বান জানানো হয়, উল্লিখিত ঘটনাগুলোর পূর্ণাঙ্গ ও নিরপেক্ষ তদন্ত পরিচালনা করতে, ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে কার্যকর ব্যবস্থা নিতে এবং ভারতে অবস্থিত বাংলাদেশের সব কূটনৈতিক মিশনের নিরাপত্তা নিশ্চিত করতে। একই সঙ্গে বাংলাদেশ আশা প্রকাশ করেছে, আন্তর্জাতিক বাধ্যবাধকতার আলোকে ভারত সরকার দ্রুত প্রয়োজনীয় পদক্ষেপ নেবে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup