সর্বশেষ

বিজিবির হাতে বিএসএফ সদস্য আটক

Image 250940

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় সীমান্ত অতিক্রম করে বাংলাদেশে প্রবেশ করায় বিএসএফ-এর এক সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার (২১ ডিসেম্বর) ভোরে দহগ্রাম-আঙ্গরপোতা সীমান্তের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক বিএসএফ সদস্যের নাম কনস্টেবল বেদ প্রকাশ। তিনি ভারতের অর্জুনবাড়ি ক্যাম্পের সদস্য। আটকের সময় তার কাছ থেকে একটি শটগান, দুই রাউন্ড গুলি, একটি ওয়্যারলেস সেট এবং একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে গরু পারাপারকারীদের ধাওয়া করতে গিয়ে ওই বিএসএফ সদস্য বাংলাদেশের প্রায় ৩০০ গজ অভ্যন্তরে ঢুকে পড়েন। এসময় টহলরত বিজিবি সদস্যরা তাকে হাতেনাতে আটক করে ক্যাম্পে নিয়ে যান। বর্তমানে তিনি ৫১ বিজিবি ব্যাটালিয়নের হেফাজতে রয়েছেন।

৫১ বিজিবি ব্যাটালিয়নের সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল সেলিম আল দীন জানান, বিষয়টি নিয়ে ভারতীয় কর্তৃপক্ষের সঙ্গে উচ্চপর্যায়ে যোগাযোগ চলছে। আইনি প্রক্রিয়া ও পতাকা বৈঠকের মাধ্যমে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

সীমান্তে এ ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি ওই এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup