সংযুক্ত আরব আমিরাতে প্রবাসী বাংলাদেশিদের জন্য নতুন ভিসা ইস্যু দীর্ঘ ১২ বছরেরও বেশি সময় ধরে বন্ধ রয়েছে। এ প্রেক্ষাপটে সম্প্রতি আবুধাবিতে অনুষ্ঠিত এক আলোচনায় বাংলাদেশি রাষ্ট্রদূত তারেক আহমেদ জানান, আমিরাত সরকার বড় ধরনের অনিয়মের অভিযোগ না পেলেও বিভিন্ন ক্ষুদ্র নিয়মভঙ্গ ও শৃঙ্খলাভঙ্গের ঘটনা ভিসা অনুমোদন প্রক্রিয়ায় নেতিবাচক প্রভাব ফেলছে। তিনি স্পষ্ট করে বলেন, বাংলাদেশি কমিউনিটির অপরাধ প্রবণতা ও অনিয়ম হ্রাস না হলে ভিসা উন্মুক্ত হওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ।
রাষ্ট্রদূত আরও জানান, আমিরাতে বসবাসরত প্রত্যেক প্রবাসীর সম্মিলিত দায়িত্ব হলো দেশের ভাবমূর্তি রক্ষা করা। তিনি মানবিক কারণ ও জাতীয় স্বার্থের কথা বিবেচনা করে সব বাংলাদেশিকে অবৈধ কর্মকাণ্ড ও অপরাধমূলক প্রবণতা থেকে সরে আসার আহ্বান জানান। তার মতে, শৃঙ্খলা বজায় রাখা গেলে ভবিষ্যতে ভিসা নীতিতে ইতিবাচক অগ্রগতি হতে পারে।

আরও
আমিরাতের ৫৪তম জাতীয় দিবস উপলক্ষে আবুধাবির আল বাহাইয়্যা রিসোর্টে বাংলাদেশ ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস আবুধাবি এবং বিভিন্ন প্রবাসী সংগঠন যৌথভাবে এই সচেতনতামূলক আলোচনা সভার আয়োজন করে। প্রবাসীদের সচেতনতা, দায়িত্বশীল আচরণ এবং কমিউনিটি উন্নয়ন—এ তিনটি বিষয়ের ওপর গুরুত্ব দেওয়া হয় অনুষ্ঠানে।
অনুষ্ঠানে মিলাদ ও দোয়া মাহফিল, পিঠাপুলি উৎসব, শিশু-কিশোরদের খেলাধুলা, পুরস্কার বিতরণীসহ নানা সাংস্কৃতিক আয়োজন ছিল উপস্থাপিত। প্রবাসীরা পরিবার-পরিজন নিয়ে উৎসবে অংশ নেন এবং দেশ ও কমিউনিটির কল্যাণে ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
সভায় রাষ্ট্রদূত তারেক আহমেদ বলেন, বাংলাদেশি কমিউনিটির ইতিবাচক ভূমিকা এবং সচেতন আচরণই ভবিষ্যতে ভিসা সংকট নিরসনের ক্ষেত্রে সবচেয়ে বড় প্রভাবক হতে পারে। তিনি প্রবাসীদের আইন মেনে চলা, সুনাম রক্ষা এবং দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার আহ্বান পুনর্ব্যক্ত করেন।










