সর্বশেষ

আমিরাতের ভিসা নীতিতে পরিবর্তন, বাংলাদেশিদের জন্য যে নির্দেশনা

Uae labor market uncertain due to visa complications

ভিসা নীতিতে পরিবর্তন এনেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। নতুন এই নীতিতে ১০৭টি দেশের নাগরিকদের দেশটিতে প্রবেশের আগে ভিসা নিতে হবে বলে ঘোষণা দেওয়া হয়েছে। এই ১০৭ দেশের তালিকায় বাংলাদেশও আছে।

সর্বশেষ হালনাগাদ অনুযায়ী, আফ্রিকা, এশিয়া, ইউরোপ এবং আমেরিকা মহাদেশের বহু দেশ এই তালিকার অন্তর্ভুক্ত। এর ফলে দেশটি ভ্রমণে যাওয়া যাত্রীদের ভ্রমণ প্রক্রিয়া আরও সুসংগঠিত ও নিরাপত্তা পর্যবেক্ষণ আরও জোরদার হবে।

হালনাগাদ তালিকা অনুযায়ী, পাকিস্তান, ভারত, আফগানিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, বাংলাদেশ ও শ্রীলঙ্কার নাগরিকদের এখন থেকে আমিরাতে যাওয়ার আগেই ভিসা নিতে হবে।

ইউএই প্রবেশে ভিসা প্রয়োজন এমন দেশগুলোর তালিকা

মোট ১০৭টি দেশ এই তালিকায় অন্তর্ভুক্ত, যার মধ্যে রয়েছে দক্ষিণ এশিয়া, আফ্রিকা এবং লাতিন আমেরিকার বেশ কয়েকটি দেশ।

এর মধ্যে উল্লেখযোগ্য দেশগুলো হলো — আফগানিস্তান, আলজেরিয়া, অ্যাঙ্গোলা, বাংলাদেশ, ভারত, পাকিস্তান, নাইজেরিয়া, ফিলিপাইন, ইথিওপিয়া, কেনিয়া, ঘানা, শ্রীলঙ্কা, ভিয়েতনাম, তুরস্ক, কিউবা, ডোমিনিকান রিপাবলিক, ট্রিনিডাড অ্যান্ড টোবাগো, পালাউ, সামোয়া এবং টুভালু।

এই বিস্তৃত তালিকা ইউএই-এর সংগঠিত অভিবাসন নীতির প্রতিফলন, যা দেশটিতে আগত ভ্রমণকারীদের আগেই নিরাপত্তা ও ভ্রমণ প্রোটোকল পূরণের নিশ্চয়তা দেয়।

২০২৫ সালে ৯টি দেশের জন্য ভিসা নিষেধাজ্ঞা

হালনাগাদ নীতির পাশাপাশি ইউএই সাময়িকভাবে নয়টি দেশের নাগরিকদের জন্য পর্যটন ও কর্মভিসা নিষিদ্ধ করেছে।  এর কারণ হিসেবে প্রশাসনিক ও নীতিগত বিষয়কে উল্লেখ করা হয়েছে।

নিষিদ্ধ দেশগুলো হলো — নাইজেরিয়া, ঘানা, সিয়েরা লিওন, সুদান, ক্যামেরুন, লাইবেরিয়া, বেনিন প্রজাতন্ত্র, কঙ্গো এবং বুরুন্ডি।

এই নিষেধাজ্ঞা চাকরি ও পর্যটন—উভয় ধরনের ভিসার ক্ষেত্রেই প্রযোজ্য।  তবে ইউএই কর্তৃপক্ষ জানিয়েছে, এটি সাময়িক পদক্ষেপ এবং ভবিষ্যৎ নীতিগত পর্যালোচনার পর পরিবর্তন হতে পারে।

ভ্রমণকারীদের জন্য পরামর্শ

যেসব দেশের নাগরিকদের এখন থেকে ভিসা নিতে হবে তাদের জন্য নির্দেশনা—

আগেই ইউএই দূতাবাস বা অনুমোদিত ভিসা সেন্টারের মাধ্যমে আবেদন করুন।
আবেদন করার আগে নিশ্চিত করুন যে, পাসপোর্টের মেয়াদ অন্তত ৬ মাস আছে।
দ্রুত ভিসা পাওয়ার প্রতিশ্রুতি দেয় এমন ভুয়া ট্রাভেল এজেন্টদের থেকে সতর্ক থাকুন।  কারণ ভিসা প্রতারণা এখনও বড় সমস্যা।
নিয়মিত ইউএই ইমিগ্রেশনের অফিসিয়াল আপডেট অনুসরণ করুন, কারণ কূটনৈতিক পরিস্থিতির পরিবর্তনে নীতিমালা পরিবর্তিত হতে পারে।
সূত্র: সামাটিভি’

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup