সর্বশেষ

প্রবাসী বাংলাদেশিদের জন্য সতর্কবার্তা দিল হাইকমিশন

Probashi

প্রবাসী বাংলাদেশিকে আগামী ১৫ নভেম্বরের মধ্যে বায়োমেট্রিক তথ্য নিবন্ধন সম্পন্ন করার জন্য বাংলাদেশ হাইকমিশন সতর্ক করে আহ্বান জানিয়েছে। হাইকমিশনের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার (২৪ অক্টোবর) এ তথ্য জানানো হয়েছে।

Rb 20251024183300

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মালদ্বীপের রাজধানী মালেতে অবস্থিত জাতীয় তথ্যপ্রযুক্তি কেন্দ্র (এনসিআইটি) ভবন অথবা নিকটস্থ আইল্যান্ড কাউন্সিল কার্যালয়ে নির্ধারিত সময়ের মধ্যে প্রবাসীরা তাদের বায়োমেট্রিক তথ্য জমা দেবেন।

হাইকমিশন আরও উল্লেখ করেছে, যারা পূর্বে বায়োমেট্রিক তথ্য প্রদান করেননি—সেই সকল নতুন ও পুরোনো, বৈধ বা নথিহীন প্রবাসী বাংলাদেশিকেই এই তথ্য জমা দিতে হবে।

সতর্কবার্তায় বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে বায়োমেট্রিক তথ্য না দিলে প্রবাসীদের দেশে ফেরত পাঠানোরও আশঙ্কা রয়েছে।

হাইকমিশন প্রবাসীদের এই বিষয়টি গুরুত্ব সহকারে গ্রহণ করার এবং সচেতনভাবে সময়মতো তথ্য জমা দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ করেছে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup