সর্বশেষ

অবৈধ ব্যবসায় জড়িয়ে বিশেষ অভিযানে ১৪ প্রবাসী আটক

Maldevs 20251022105101

অবৈধ ব্যবসায়িক কার্যক্রমে নিয়োজিত প্রবাসীদের বিরুদ্ধে কঠোর হচ্ছে দেশটির কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে, রোববার (১৯ অক্টোবর) মালদ্বীপের ইমিগ্রেশন বিভাগ ভাঙারি (পুরাতন ধাতু) ব্যবসায় নিয়োজিত প্রবাসীদের বিরুদ্ধে এক বিশেষ অভিযান পরিচালনা করে।

এ অভিযানে ভাঙারির একাধিক স্থান পরিদর্শন করা হয়। কাগজপত্র যাচাই শেষে ২১ জন প্রবাসীর মধ্যে ১৪ জনকে আটক করে ইমিগ্রেশন। ইমিগ্রেশন বিভাগ এক্স (সাবেক টুইটার)-এ এক পোস্টে এই তথ্য নিশ্চিত করে জানিয়েছে, অবৈধ ব্যবসায়িক কর্মকাণ্ডে নিয়োজিত প্রবাসীদের শনাক্ত ও আটক করতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

সম্প্রতি রাষ্ট্রপতি ড. মোহাম্মদ মুইজ্জু অবৈধ ব্যবসায় জড়িত প্রবাসীদের তাৎক্ষণিকভাবে নির্বাসনের ঘোষণা দিলেও, ইমিগ্রেশন কর্তৃপক্ষ জানিয়েছে, এ ধরনের ব্যক্তিদের কাগজপত্র নিয়মিত করার জন্য অতিরিক্ত সুযোগ দেওয়া হবে।

অন্যদিকে, অবৈধ প্রবাস সমস্যা সমাধানে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ‘কুরাঙ্গি’ নামে একটি বিশেষ অভিযান শুরু করেছে। এর মাধ্যমে দেশে অবস্থানরত সকল প্রবাসীর বায়োমেট্রিক তথ্য সংগ্রহের উদ্যোগ নেওয়া হয়েছে।

আরও দেখুন:

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup