সর্বশেষ

সুখবর, সংযুক্ত আরব আমিরাতে চার ধরনের নতুন ভিসা চালু

How to get emirates golden visa

সংযুক্ত আরব আমিরাত ভিসা ব্যবস্থায় নতুন ক্যাটাগরি যুক্ত করেছে। দেশটির ফেডারেল অথরিটি ফর আইডেন্টিটি, সিটিজেনশিপ, কাস্টমস অ্যান্ড পোর্ট সিকিউরিটি (আইসিপি) সোমবার (২৯ সেপ্টেম্বর) এক ঘোষণার মাধ্যমে এ তথ্য জানায়। এন্ট্রি ভিসা সংক্রান্ত সংশোধনী ও সংযোজনের ভিত্তিতে নতুন কাঠামো কার্যকর হবে।

নতুন ব্যবস্থায় চারটি ভিজিট ভিসা ক্যাটাগরি চালু হয়েছে— কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) বিশেষজ্ঞ, বিনোদন ও ইভেন্টস সেক্টর, ক্রুজ শিপ এবং প্রমোদ তরীর সঙ্গে সংশ্লিষ্টদের জন্য। এর বাইরে মানবিক রেসিডেন্স পারমিটও চালু হয়েছে, যা এক বছরের জন্য কার্যকর হবে এবং শর্তসাপেক্ষে নবায়নযোগ্য। বিধবা ও তালাকপ্রাপ্ত নারীর ক্ষেত্রেও একই মেয়াদে রেসিডেন্স পারমিট নবায়ন করা যাবে।

এ ছাড়া বন্ধু বা আত্মীয়কে সংযুক্ত আরব আমিরাতে আনতে ভিজিট ভিসার ক্ষেত্রে আয়ের ভিত্তিতে স্পনসরশিপের ব্যবস্থা করা হয়েছে। ব্যবসা অনুসন্ধান বা বিজনেস এক্সপ্লোরেশন ভিসা পেতে আর্থিক সক্ষমতা প্রদর্শন বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে শেয়ার মালিকানা, নতুন প্রতিষ্ঠান গড়ার সামর্থ্য কিংবা পেশাগত যোগ্যতার প্রমাণ অন্তর্ভুক্ত থাকবে।

ট্রাক ড্রাইভার ভিসার জন্য নির্দিষ্টভাবে স্পনসর থাকা বাধ্যতামূলক করা হয়েছে। পাশাপাশি স্বাস্থ্য সনদ ও আর্থিক গ্যারান্টিও থাকতে হবে। প্রতিটি ভিসা টাইপের জন্য অনুমোদিত অবস্থানকাল এবং নবায়নের শর্তও স্পষ্টভাবে নির্ধারণ করে দিয়েছে কর্তৃপক্ষ।

বিশেষ দক্ষ জনশক্তি, পর্যটন শিল্পের কর্মী এবং মানবিক পরিস্থিতিতে থাকা বিদেশিদের জন্য নতুন এই ভিসা কাঠামোকে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশ্লেষকরা মনে করছেন, এর মাধ্যমে আমিরাত আরও বেশি বৈচিত্র্যময় শ্রমবাজার সৃষ্টি করতে এবং অর্থনীতিকে গতিশীল রাখতে সক্ষম হবে।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup