মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইরান যদি তাকে হত্যার চেষ্টা চালায় বা তেমন কোনো ঘটনা ঘটে, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে “অত্যন্ত কঠোর” প্রতিক্রিয়া নিশ্চিত করতে তিনি আগে থেকেই নির্দেশনা দিয়ে রেখেছেন। স্থানীয় সময় মঙ্গলবার (২০ জানুয়ারি) এক সাক্ষাৎকারে ট্রাম্প এ মন্তব্য করেন; তিনি দাবি করেন, এমন পরিস্থিতিতে ইরানকে “পৃথিবীর মানচিত্র থেকে মুছে ফেলা” হবে—এমন বার্তাও তিনি দিয়েছেন।
এই বক্তব্যের পেছনে ইরানি কর্মকর্তাদের সাম্প্রতিক হুঁশিয়ারি কাজ করেছে বলে বিভিন্ন আন্তর্জাতিক সংবাদমাধ্যম জানিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, ইরানি সামরিক ও রাজনৈতিক পর্যায়ের বক্তব্যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পাল্টা জবাবের ইঙ্গিত দেওয়া হয়; পাশাপাশি শীর্ষ নেতৃত্বকে লক্ষ্য করে কোনো পদক্ষেপ নেওয়া হলে প্রতিক্রিয়ার কথাও বলা হয়।
ট্রাম্পের মন্তব্যকে যুক্তরাষ্ট্র–ইরান সম্পর্কে নতুন করে উত্তেজনা বাড়ানোর লক্ষণ হিসেবে দেখছেন পর্যবেক্ষকরা। আল জাজিরাসহ একাধিক প্রতিবেদনে বলা হয়েছে, দুই দেশের বক্তব্যের আদান–প্রদান মূলত “সাবর র্যাটলিং” বা শক্তি প্রদর্শনের ধারার অংশ, যা আঞ্চলিক স্থিতিশীলতার ওপর প্রভাব ফেলতে পারে।
আরও
এদিকে হোয়াইট হাউস ও সংশ্লিষ্ট দপ্তরগুলোর অবস্থান হলো—বৈধ ভ্রমণ ও কূটনৈতিক নীতির পাশাপাশি সীমান্ত ও নিরাপত্তা ঝুঁকি মোকাবিলায় যুক্তরাষ্ট্র সতর্ক রয়েছে। একই সময়ে ইরানকে ঘিরে সাম্প্রতিক নিরাপত্তা মূল্যায়ন ও আঞ্চলিক প্রস্তুতি নিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমে আলোচনা অব্যাহত আছে।










