মার্কেটের দেয়াল কেটে দুই দোকানের ইলেকট্রিক সামগ্রী চুরির পরই চোখে পড়ে মিষ্টির দোকান আর এতেই যেন লোভ সামলানো দায়। দোকানে মিষ্টি সাবাড় করে দিয়ে পালায় চোরের দল। গত রোববার (১৮ জানুয়ারি) ভারতের পূর্ব বর্ধমানের ভাতারে ঘটনাটি ঘটেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ভাতার থানা এলাকার শিবদা বাসস্ট্যাণ্ড সংলগ্ন ব্যবসায়ী দেবাশিস মণ্ডলের ইলেকট্রিক সামগ্রীর দোকানে গভীর রাতে চুরি হয়। দোকানের পিছন দিকের কংক্রিটের দেয়াল কেটে ভেতরে ঢোকে চোরের দল। এরপর লক্ষাধিক টাকার ইলেকট্রিক তার, ফ্যান, গিজারসহ বিভিন্ন সামগ্রী এবং নগদ টাকা তারা লুট করে। ওই দোকানের পাশেই রয়েছে মিষ্টি ব্যবসায়ী রাম ঘোষের দোকান।
পরে ওই মিষ্টির দোকানের মাটির দেয়াল কেটে ভেতরে ঢুকে ল্যাংচা ও রসগোল্লা খাওয়ার পাশাপাশি নগদ কিছু টাকা নিয়ে পালিয়ে যায় চোরের দল। তবে যাওয়ার আগে মিষ্টির দোকান থেকে কিছু মিষ্টি তারা বাড়ির জন্য নিয়েছিল কি না তা জানা যায়নি।
আরও
এরপর সোমবার (১৯ জানুয়ারি) সকালে দোকান খুলতে গিয়ে বিষয়টি নজরে আসতেই এলাকায় শুরু হয়ে যায় নানা আলোচনা- মিষ্টির প্রতি চোরদের অগাধ ভালোবাসা দেখে বিষ্ময় প্রকাশ করেছেন স্থানীয়রা।











