ইন্দোনেশিয়ার পূর্বাঞ্চলে নিখোঁজ হওয়া একটি ছোট যাত্রীবাহী বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করা হলেও বিমানে থাকা যাত্রী ও ক্রুদের কোনো খোঁজ এখনো মেলেনি। রোববার (১৮ জানুয়ারি) দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের বুলুসারাউং পাহাড়ি এলাকায় উদ্ধারকর্মীরা বিমানটির বিভিন্ন অংশ শনাক্ত করেন। তবে দুর্গম ভূপ্রকৃতি ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা জটিল হয়ে উঠেছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
শনিবার (১৭ জানুয়ারি) বিকেলে যোগ্যাকার্তা থেকে সুলাওয়েসি দ্বীপের মাকাসার শহরের উদ্দেশে রওনা দেওয়া ইন্দোনেশিয়ান এয়ার ট্রান্সপোর্টের এটিআর ৪২-৫০০ মডেলের টার্বোপ্রপ উড়োজাহাজটি উড্ডয়নের কিছু সময় পরই এয়ার ট্রাফিক কন্ট্রোলের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করে। এরপর থেকেই বিমানটির সন্ধানে ব্যাপক তল্লাশি অভিযান শুরু হয়।
মাকাসারের অনুসন্ধান ও উদ্ধার সংস্থার প্রধান মুহাম্মদ আরিফ আনোয়ার এক সংবাদ সম্মেলনে জানান, উদ্ধার হওয়া ধ্বংসাবশেষের মধ্যে বিমানের মূল কাঠামো, লেজের অংশ এবং জানালার ভগ্নাংশ পাওয়া গেছে। তিনি বলেন, এখন উদ্ধার অভিযানটির প্রধান লক্ষ্য হলো নিখোঁজ যাত্রী ও ক্রুদের অবস্থান শনাক্ত করা। অন্তত কয়েকজনকে জীবিত উদ্ধার করার আশাও এখনও পুরোপুরি নাকচ করা হয়নি।
আরও
কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বিমানটি বান্টিমুরুং–বুলুসারাউং জাতীয় উদ্যানের মাউন্ট বুলুসারাউং এলাকায় বিধ্বস্ত হয়। পাহাড়ি অঞ্চল, ঘন জঙ্গল ও কুয়াশার কারণে উদ্ধারকারী দলকে চরম বেগ পেতে হচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় আকাশ ও স্থলপথে একযোগে অভিযান চালানো হচ্ছে।
এই উদ্ধার কার্যক্রমে বিমান বাহিনী, পুলিশ, উদ্ধার সংস্থা এবং স্বেচ্ছাসেবী সংগঠনের এক হাজারের বেশি সদস্য অংশ নিচ্ছেন। বিমানে সমুদ্র ও মৎস্য বিষয়ক মন্ত্রণালয়ের তিনজন সরকারি কর্মকর্তা এবং সাতজন ক্রু সদস্য ছিলেন। তারা ওই অঞ্চলে প্রাকৃতিক সম্পদ পর্যবেক্ষণ সংক্রান্ত একটি মিশনে যাচ্ছিলেন। নিখোঁজদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে।










