সর্বশেষ

১১ আরোহী নিয়ে ইন্দোনেশিয়ার বিমান নিখোঁজ

Indonesian plane with 11 people on board goes missing

ইন্দোনেশিয়ায় ১১ জন আরোহী নিয়ে একটি মৎস্য নজরদারি বিমান নিখোঁজ হয়েছে। শনিবার (তারিখ উল্লেখ নেই) এটিআর ৪২–৫০০ মডেলের বিমানটির সঙ্গে আকাশপথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় বলে দেশটির সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে। ঘটনার পরপরই বিমানটির অবস্থান শনাক্তে ব্যাপক তল্লাশি অভিযান শুরু করা হয়েছে।

রয়টার্সের বরাতে স্থানীয় উদ্ধার সংস্থার কর্মকর্তা আন্দি সুলতান জানান, দক্ষিণ সুলাওয়েসি প্রদেশের মারোস এলাকার আকাশসীমায় দুপুর আনুমানিক ১টা ৩০ মিনিটের দিকে ইন্দোনেশিয়া এয়ার ট্রান্সপোর্ট পরিচালিত ওই বিমানের সঙ্গে এয়ার ট্রাফিক কন্ট্রোলের যোগাযোগ বন্ধ হয়ে যায়। বিমানটি যোগিয়াকার্তা প্রদেশ থেকে উড্ডয়ন করে দক্ষিণ সুলাওয়েসির রাজধানী মাকাসারের দিকে যাচ্ছিল।

কর্তৃপক্ষের তথ্যমতে, নিখোঁজ বিমানে মোট ১১ জন ছিলেন, যার মধ্যে আটজন ক্রু সদস্য এবং তিনজন যাত্রী। বিমানটির সন্ধানে সামরিক বাহিনী, পুলিশ এবং উদ্ধার সংস্থার সদস্যসহ প্রায় ৪০০ জন কর্মী বিভিন্ন এলাকায় তল্লাশি কার্যক্রম চালাচ্ছেন।

আন্দি সুলতান আরও জানান, প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার তৎপরতা ব্যাহত হচ্ছে। সম্ভাব্য দুর্ঘটনার কারণ সম্পর্কে তিনি তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে ধারণা করা হচ্ছে, বিমানটি বুলুসারাউং পর্বতের চূড়ার কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়ে থাকতে পারে। ওই এলাকায় বিশেষভাবে অনুসন্ধান জোরদার করা হয়েছে।

ইন্দোনেশিয়ার সামুদ্রিক বিষয়ক ও মৎস্য মন্ত্রণালয়ের কর্মকর্তা পুং নুগ্রোহো সাকসোনো রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আন্তারাকে জানিয়েছেন, নিখোঁজ বিমানটি মন্ত্রণালয়ের মৎস্য নজরদারি কার্যক্রমের জন্য ভাড়া নেওয়া হয়েছিল। বিমানটির সন্ধান না পাওয়া পর্যন্ত উদ্ধার ও অনুসন্ধান অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup