থাইল্যান্ডের ফুকেট প্রদেশে অবতরণের প্রস্তুতিকালে তীব্র ঝাঁকুনির কবলে পড়েছে ইতিহাদ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমান। এ ঘটনায় কয়েকজন যাত্রী আহত হলেও কারও অবস্থা গুরুতর নয় বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। ঘটনাটি বুধবার আবুধাবি থেকে ফুকেটগামী ফ্লাইটে ঘটে।
স্থানীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, ইতিহাদ এয়ারওয়েজের ইওয়াই৪১৬ নম্বর ফ্লাইটটি ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের ঠিক আগ মুহূর্তে হঠাৎ প্রবল টার্বুলেন্সের সম্মুখীন হয়। ফ্লাইট ট্র্যাকিং সাইটের তথ্যে জানা গেছে, বিমানটি স্থানীয় সময় দুপুরের দিকে ফুকেটে পৌঁছায়।
ঝাঁকুনির সময় বিমানের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কয়েকজন যাত্রী সামান্য আঘাত পান। অবতরণের পর আহত যাত্রীদের বিমানবন্দরে প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষা করা হয়। ফুকেট আন্তর্জাতিক বিমানবন্দরের মহাব্যবস্থাপক মনচাই তানোদ জানিয়েছেন, বিমানে থাকা প্রায় ১৬০ জন যাত্রীর মধ্যে কেউ গুরুতরভাবে আহত হননি।
আরও
কর্তৃপক্ষ জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়া হয়েছে এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়ে আসে। প্রাথমিকভাবে টার্বুলেন্সের কারণ হিসেবে আবহাওয়াজনিত প্রতিকূল পরিস্থিতির কথা ধারণা করা হচ্ছে।
উল্লেখ্য, এর আগেও থাইল্যান্ডের আকাশসীমায় টার্বুলেন্সজনিত দুর্ঘটনার নজির রয়েছে। ২০২৪ সালে লন্ডন থেকে সিঙ্গাপুরগামী একটি আন্তর্জাতিক ফ্লাইট ভয়াবহ ঝাঁকুনির মুখে পড়ে জরুরি অবতরণে বাধ্য হয়, যেখানে একজন যাত্রী নিহত ও বহু যাত্রী আহত হন। সাম্প্রতিক ঘটনাটি আবারও উড্ডয়নকালে আবহাওয়ার ঝুঁকি নিয়ে উদ্বেগ বাড়িয়েছে।










