সর্বশেষ

মাঝ আকাশে হঠাৎ দুর্ঘটনার কবলে বিমান, ভেঙে যায় ২ যাত্রীর পা

Biman

লস অ্যাঞ্জেলেস থেকে লন্ডনের হিথ্রো বিমানবন্দরের উদ্দেশে যাত্রাকালে ব্রিটিশ এয়ারওয়েজের একটি যাত্রীবাহী বিমানে তীব্র টার্বুলেন্সের ঘটনা ঘটেছে। গ্রিনল্যান্ডের কাছাকাছি আকাশপথে উড্ডয়নের সময় আকস্মিক ঝাঁকুনিতে বিমানের ভেতরে বিশৃঙ্খলা সৃষ্টি হয় এবং এতে দুই যাত্রীর গোড়ালি ভেঙে যায়। এ ঘটনায় আরও একজন যাত্রী অসুস্থ হয়ে জ্ঞান হারান।

ঘটনাটি ঘটে ২০২৪ সালের ৬ ডিসেম্বর। বিষয়টি নিয়ে বৃহস্পতিবার (৮ জানুয়ারি) যুক্তরাজ্যের এয়ার অ্যাকসিডেন্টস ইনভেস্টিগেশন ব্রাঞ্চ (এএআইবি) একটি তদন্ত প্রতিবেদন প্রকাশ করেছে। প্রতিবেদনে বলা হয়, উড্ডয়নের আগে ফ্লাইট ক্রুদের কাছে পাওয়া ব্রিফিং নথিতে উল্লেখযোগ্য কোনো আবহাওয়াজনিত সতর্কতা ছিল না। তবে ফ্লাইট চলাকালে ক্রুরা তাদের ইলেকট্রনিক ফ্লাইট ব্যাগে থাকা লাইভ আবহাওয়া অ্যাপে গ্রিনল্যান্ডের দক্ষিণাঞ্চলে সম্ভাব্য তীব্র টার্বুলেন্সের ইঙ্গিত দেখতে পান।

ঝুঁকি বিবেচনায় নিয়ে ওই এলাকার কাছাকাছি পৌঁছানোর আগেই বিমানের ক্যাপ্টেন সিটবেল্ট সাইন চালু করেন এবং কেবিন ক্রুদের নিজ নিজ আসনে বসে নিরাপত্তা নিশ্চিত করার নির্দেশ দেন। সিটবেল্ট সাইন চালুর প্রায় ২০ মিনিট পর হঠাৎ করে ১০ থেকে ১৫ সেকেন্ড স্থায়ী তীব্র টার্বুলেন্স আঘাত হানে। ওই সময় এক নারী কেবিন ক্রু আসনে বসে বেল্ট বাঁধার চেষ্টা করছিলেন। আকস্মিক ঝাঁকুনিতে তিনি ছিটকে পড়ে যান এবং তার গোড়ালি ভেঙে যায়।

এদিকে বিমানের ওপরের ডেকে থাকা এক যাত্রী টয়লেট ব্যবহারের জন্য আসন ছেড়ে গিয়েছিলেন। তিনি জানান, সিটবেল্ট সাইন চালু থাকার বিষয়টি তিনি লক্ষ্য করেননি। ফেরার সময় বিমানটি হঠাৎ ওপরের দিকে ও পাশের দিকে দুলে ওঠে, এতে তার গোড়ালিও ভেঙে যায়। একই ঘটনার পর তৃতীয় এক যাত্রী অসুস্থ হয়ে অচেতন হয়ে পড়েন।

পরবর্তীতে বিমানে থাকা দুই চিকিৎসক যাত্রী প্রাথমিক চিকিৎসা দিয়ে আহতদের গোড়ালি স্থির করেন। কেবিন ক্রুরা বিমান চলাচল বিষয়ক চিকিৎসা পরামর্শ সেবা ‘মেডলিংক’-এর সঙ্গে যোগাযোগ করে প্রয়োজনীয় নির্দেশনা নেন। জরুরি অবতরণের কথা বিবেচনা করা হলেও আবহাওয়া ও রানওয়ের অবস্থার কারণে তা সম্ভব হয়নি। শেষ পর্যন্ত ক্যাপ্টেন হিথ্রো বিমানবন্দরেই ফ্লাইট চালিয়ে নেন এবং অবতরণের আগে মেডিকেল জরুরি সংকেত ঘোষণা করা হয়। অবতরণের পর আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়। ব্রিটিশ এয়ারওয়েজ এক বিবৃতিতে জানিয়েছে, যাত্রীদের নিরাপত্তাই তাদের সর্বোচ্চ অগ্রাধিকার এবং এমন পরিস্থিতি মোকাবিলায় তাদের পাইলট ও কেবিন ক্রুরা সম্পূর্ণ প্রশিক্ষিত।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup