সর্বশেষ

আটলান্টিক মহাসাগরে নৌকাডুবি: ১২ জনের মরদেহ উদ্ধার

Expatriate dies in road accident while returning home on vacation

স্পেনের ক্যানারি দ্বীপপুঞ্জের পথে আটলান্টিক মহাসাগরে আবারও ঘটে গেল ভয়াবহ ট্র্যাজেডি। পশ্চিম আফ্রিকার সেনেগাল উপকূল থেকে যাত্রা করা একটি অভিবাসীবাহী নৌকা ডুবে যাওয়ার ঘটনায় ১৫০ জনের বেশি মানুষের মৃত্যুর আশঙ্কা প্রকাশ করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘ক্যামিনান্দো ফ্রন্টেরাস’। সংস্থাটির তথ্য অনুযায়ী, নৌকাটিতে প্রায় ২০০ জন যাত্রী ছিলেন।

এ পর্যন্ত মাত্র ৩০ জনকে জীবিত উদ্ধার করা গেছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। এখন পর্যন্ত ১২ জনের মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হলেও বাকি নিখোঁজ যাত্রীদের অধিকাংশই মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে। উদ্ধারকাজ এখনও চলমান রয়েছে।

প্রতিবেদনে বলা হয়, যাত্রা শুরুর কিছু সময় পর নৌকার দুটি ইঞ্জিনই হঠাৎ বিকল হয়ে যায়। নিয়ন্ত্রণ হারানো নৌকাটি অল্প সময়ের মধ্যেই ডুবে যায় এবং অন্ধকার সমুদ্রের পানিতে তলিয়ে যান যাত্রীরা। উদ্ধারকারী দল জানায়, ঘটনাস্থলে পৌঁছানোর আগেই পরিস্থিতি মারাত্মক রূপ নেয়।

ক্যামিনান্দো ফ্রন্টেরাসের প্রধান হেলেনা মালেনো গারসন বলেন, “বিশ্ব যখন বড়দিন উদযাপনে ব্যস্ত, তখন শত শত পরিবার তাদের স্বজনদের হারিয়ে শোকে মুহ্যমান। এই সমুদ্রপথ এখন মৃত্যুর ফাঁদে পরিণত হয়েছে।” আন্তর্জাতিক সংস্থাগুলোর মতে, ক্যানারি দ্বীপপুঞ্জগামী আটলান্টিক রুট বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসন পথগুলোর অন্যতম, যেখানে প্রতি বছর বহু মানুষ উন্নত জীবনের আশায় প্রাণ হারান।

দুর্ঘটনার পর সেনেগাল কর্তৃপক্ষ তদন্ত শুরু করেছে। মানবাধিকার সংগঠনগুলো জানিয়েছে, এমন মর্মান্তিক ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে নিরাপদ অভিবাসন নীতি জোরদার এবং সমুদ্রপথে উদ্ধার কার্যক্রম আরও শক্তিশালী করা জরুরি।

আরও দেখুনঃ

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup