সর্বশেষ

প্রেমিকার সঙ্গে দেখা করতে যাওয়ার জন্য ছুটির আবেদন, অতঃপর…

Requesting leave to visit girlfriend, then...

প্রেমিকার সঙ্গে সময় কাটানোর জন্য এক দিনের ছুটি চেয়ে ম্যানেজারকে পাঠানো এক তরুণ কর্মীর ইমেইল ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। বিষয়টি প্রকাশ্যে এনেছেন সংশ্লিষ্ট ম্যানেজার নিজেই। মঙ্গলবার লিঙ্কডইনে দেওয়া তার পোস্টটি ইতোমধ্যেই ভাইরাল হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, কর্মীটি ইমেইলে জানান, তার প্রেমিকা ১৭ ডিসেম্বর দেশে ফিরে যাচ্ছেন এবং জানুয়ারির আগে ফিরবেন না। বিদায়ের আগে কিছু সময় কাটানোর ইচ্ছা থেকেই তিনি এক দিনের ছুটি প্রয়োজন বলে উল্লেখ করেন। ইমেইলটি পড়ে প্রথমে ম্যানেজার বিস্মিত হলেও পরে ছুটি অনুমোদন করেন।

লিঙ্কডইন পোস্টে ম্যানেজার লেখেন, “এ ধরনের ইমেইল আগেও পেয়েছি, তবে দশ বছর আগে হলে হয়তো এটা ‘অসুস্থতার কারণে ছুটি’ বলে লেখা হতো। এখনকার কর্মীরা প্রকৃত কারণ খোলামেলাভাবে জানাচ্ছেন—সময় বদলাচ্ছে, আর সত্যি বলতে এটি ভালো লাগার মতো পরিবর্তন। প্রেমকে না বলবই বা কেন?”

পোস্টটি দ্রুতই নেটদুনিয়ায় আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অনেকেই কর্মীর সততা এবং ম্যানেজারের ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করে মন্তব্য করেছেন যে, এ ধরনের স্বচ্ছতা কর্মক্ষেত্রে বিশ্বাস ও সুস্থ কর্মপরিবেশ সৃষ্টি করে।

তবে সমালোচনাও আছে। একাংশ মনে করছেন, ছুটির কারণ এত বিশদভাবে জানানোর প্রয়োজন ছিল না; ‘ব্যক্তিগত কারণ’ উল্লেখ করলেই যথেষ্ট ছিল। সবশেষে, এই ঘটনা আধুনিক কর্মসংস্কৃতির পরিবর্তন এবং কর্মীদের ব্যক্তিগত জীবনের প্রতি প্রতিষ্ঠানের দৃষ্টিভঙ্গি নিয়ে নতুন বিতর্কের সূচনা করেছে।

আরও দেখুনঃ

 

whatsappচ্যানেল ফলো করুন

প্রবাস টাইমে লিখুন আপনিও। প্রবাসে বাংলাদেশি কমিউনিটির নানা আয়োজন, ঘটনা-দুর্ঘটনা, প্রবাসীদের সুযোগ-সুবিধা, সমস্যা-সম্ভাবনা, সাফল্য, রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের খবর, ছবি ও ভিডিও আমাদের পাঠাতে পারেন news@probashtime.com মেইলে।

Probashir city Popup
Probashir city Squre Popup